Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের ছেলে ব্যারোনও করোনায় আক্রান্ত হয়েছিল

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:৩৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ১৯১ জন দেখেছেন

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৪ বছর বয়সী ছেলে ব্যারোন ট্রাম্পও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। তবে পরে পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। ফার্স্ট লেডি মেলানিয়া এ তথ্য জানিয়েছেন। বিবিসির অনলাইনের খবর।

মেলানিয়া বলেছেন, তার ‘আশঙ্কা সত্যে পরিণত হয়েছিল’ যখন ব্যারোনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। তিনি আরো বলেছেন, সৌভাগ্যক্রমে ব্যারোন অনেক শক্তিশালী টিনেজ এবং তার মধ্যে কোনো লক্ষণ ধরা পড়েনি।

এরই মধ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প সহ হোয়াইট হাউজের বেশ কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি সুস্থ হয়েছেন। এসব সংক্রমণের জন্য হোয়াইট হাউজের একটি ইভেন্টকে ‘সুপারস্প্রেডার ইভেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্পের হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য, সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি।

ওদিকে আইওয়া রাজ্যের ডেস মোইনিসে একটি নির্বাচনী র‌্যালিতে বুধবার দিনশেষে অংশ নেন ট্রাম্প। সেখানে তিনি ঘোষণা করেন, ব্যারোনেরও করোনা ভাইরাস ধরা পড়েছিল। তবে তা ছিল খুব সংক্ষিপ্ত সময়ের জন্য।

তিনি বলেন, এমনকি আমি এটা চিন্তাও করি না যে, সে এটা জানতে পেরেছে। কারণ, সে কিশোর। রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী। তারা এর বিরুদ্ধে লড়াই করতে পারে। ব্যারোন চমৎকার আছে এবং করোনা ভাইরাস থেকে এখন মুক্ত।

আরও পড়ুন : মাস্ক খুলে ট্রাম্প বললেন ‘আমার দারুণ লাগছে’

নিজের ছেলের এমন দ্রুত রোগমুক্তিকে কারণ হিসেবে দেখিয়ে তিনি দাবি করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্রের স্কুলগুলো খুলে দেয়া উচিত। কিন্তু স্কুল খুলে দেয়ার বিরোধিতা করছেন শিক্ষকদের ইউনিয়নগুলো। তাদের আশঙ্কা ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের সদস্যরা আক্রান্ত হতে পারেন।

আইওয়ার সমাবেশে ট্রাম্প বলেন, ব্যারোনের করোনা পজেটিভ ধরা পড়েছিল। ব্যারোন এখন সুস্থ। তার করোনা নেগেটিভ। যেহেতু এমনটা ঘটেছে তাই বাচ্চাদের স্কুলে পাঠানো উচিত। হোয়াইট হাউজের ওয়েবসাইটে মেলানিয়া ট্রাম্প ব্যারোন ট্রাম্প সম্পর্কে লিখেছেন তার ‘মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স উইথ কোভিড-১৯’ শীর্ষক লেখায়।

তিনি লিখেছেন, দুই সপ্তাহ আগে তার ও প্রেসিডেন্টের করোনা পজেটিভ ধরা পড়ে। এতে ‘স্বাভাবিকভাবেই আমাদের ছেলের বিষয়ে তাৎক্ষণিকভাবে মন খারাপ হয়েছে’। ব্যারোনের সুস্থ হওয়াকে মেলানিয়া ট্রাম্প ‘মহা স্বস্তি’ বলে আখ্যায়িত করেছেন। মেলানিয়া লিখেছেন, যখন ব্যারোনের করোনা পরীক্ষা করা হলো তার রেজাল্ট পজেটিভ এলো। এতে আমার আশঙ্কা সত্য হলো। কিন্তু ব্যারোনের ভিতর কোনো লক্ষণ দেখা যায়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহের মতো বাকি। এ সময়ে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের চেয়ে জনমত জরিপে পিছিয়ে আছেন ট্রাম্প।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

ট্রাম্পের ছেলে ব্যারোনও করোনায় আক্রান্ত হয়েছিল

প্রকাশের সময় : ০৬:৩৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৪ বছর বয়সী ছেলে ব্যারোন ট্রাম্পও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। তবে পরে পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। ফার্স্ট লেডি মেলানিয়া এ তথ্য জানিয়েছেন। বিবিসির অনলাইনের খবর।

মেলানিয়া বলেছেন, তার ‘আশঙ্কা সত্যে পরিণত হয়েছিল’ যখন ব্যারোনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। তিনি আরো বলেছেন, সৌভাগ্যক্রমে ব্যারোন অনেক শক্তিশালী টিনেজ এবং তার মধ্যে কোনো লক্ষণ ধরা পড়েনি।

এরই মধ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প সহ হোয়াইট হাউজের বেশ কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি সুস্থ হয়েছেন। এসব সংক্রমণের জন্য হোয়াইট হাউজের একটি ইভেন্টকে ‘সুপারস্প্রেডার ইভেন্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্পের হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য, সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি।

ওদিকে আইওয়া রাজ্যের ডেস মোইনিসে একটি নির্বাচনী র‌্যালিতে বুধবার দিনশেষে অংশ নেন ট্রাম্প। সেখানে তিনি ঘোষণা করেন, ব্যারোনেরও করোনা ভাইরাস ধরা পড়েছিল। তবে তা ছিল খুব সংক্ষিপ্ত সময়ের জন্য।

তিনি বলেন, এমনকি আমি এটা চিন্তাও করি না যে, সে এটা জানতে পেরেছে। কারণ, সে কিশোর। রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী। তারা এর বিরুদ্ধে লড়াই করতে পারে। ব্যারোন চমৎকার আছে এবং করোনা ভাইরাস থেকে এখন মুক্ত।

আরও পড়ুন : মাস্ক খুলে ট্রাম্প বললেন ‘আমার দারুণ লাগছে’

নিজের ছেলের এমন দ্রুত রোগমুক্তিকে কারণ হিসেবে দেখিয়ে তিনি দাবি করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্রের স্কুলগুলো খুলে দেয়া উচিত। কিন্তু স্কুল খুলে দেয়ার বিরোধিতা করছেন শিক্ষকদের ইউনিয়নগুলো। তাদের আশঙ্কা ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের সদস্যরা আক্রান্ত হতে পারেন।

আইওয়ার সমাবেশে ট্রাম্প বলেন, ব্যারোনের করোনা পজেটিভ ধরা পড়েছিল। ব্যারোন এখন সুস্থ। তার করোনা নেগেটিভ। যেহেতু এমনটা ঘটেছে তাই বাচ্চাদের স্কুলে পাঠানো উচিত। হোয়াইট হাউজের ওয়েবসাইটে মেলানিয়া ট্রাম্প ব্যারোন ট্রাম্প সম্পর্কে লিখেছেন তার ‘মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স উইথ কোভিড-১৯’ শীর্ষক লেখায়।

তিনি লিখেছেন, দুই সপ্তাহ আগে তার ও প্রেসিডেন্টের করোনা পজেটিভ ধরা পড়ে। এতে ‘স্বাভাবিকভাবেই আমাদের ছেলের বিষয়ে তাৎক্ষণিকভাবে মন খারাপ হয়েছে’। ব্যারোনের সুস্থ হওয়াকে মেলানিয়া ট্রাম্প ‘মহা স্বস্তি’ বলে আখ্যায়িত করেছেন। মেলানিয়া লিখেছেন, যখন ব্যারোনের করোনা পরীক্ষা করা হলো তার রেজাল্ট পজেটিভ এলো। এতে আমার আশঙ্কা সত্য হলো। কিন্তু ব্যারোনের ভিতর কোনো লক্ষণ দেখা যায়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহের মতো বাকি। এ সময়ে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের চেয়ে জনমত জরিপে পিছিয়ে আছেন ট্রাম্প।