Dhaka বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘ডামি নির্বাচন’ বর্জনের আহ্বান জানাল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক : 

৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলে আখ্যা দিয়েছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। ছাত্রদল তাদের বিবৃতিতে ‘প্রহসনমূলক ডামি নির্বাচন’ বর্জন করতে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। গণতান্ত্রিক ছাত্রজোটের পক্ষ থেকে যৌথ বিবৃতি পাঠিয়েছেন জোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের (জাতীয় মুক্তি কাউন্সিল) সভাপতি মিতু সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সভাপতি ছায়েদুল হক, ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া এবং পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জানুয়ারি জনগণের করের বিপুল পরিমাণ অর্থ অপচয় করে নির্বাচনের নামে একটি তামাশার আয়োজন করেছে আওয়ামী সরকার। বিদেশি অপশক্তির প্ররোচনায় একদলীয় নির্বাচন আয়োজন করে দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। তারা বাংলাদেশকে বিদেশি বেনিয়াদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে ৭ জানুয়ারির ডামি নির্বাচন আয়োজনের চক্রান্তে শামিল হয়েছে।

বিজ্ঞপ্তিতে এবারের নির্বাচনকে ‘প্রহসনমূলক ডামি নির্বাচন’ বলে আখ্যা দেওয়া হয়। একইসঙ্গে নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

হাসিনার পতনের আগেই ড. ইউনূসকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয় : নাহিদ ইসলাম

‘ডামি নির্বাচন’ বর্জনের আহ্বান জানাল ছাত্রদল

প্রকাশের সময় : ০৭:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলে আখ্যা দিয়েছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। ছাত্রদল তাদের বিবৃতিতে ‘প্রহসনমূলক ডামি নির্বাচন’ বর্জন করতে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। গণতান্ত্রিক ছাত্রজোটের পক্ষ থেকে যৌথ বিবৃতি পাঠিয়েছেন জোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের (জাতীয় মুক্তি কাউন্সিল) সভাপতি মিতু সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সভাপতি ছায়েদুল হক, ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া এবং পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জানুয়ারি জনগণের করের বিপুল পরিমাণ অর্থ অপচয় করে নির্বাচনের নামে একটি তামাশার আয়োজন করেছে আওয়ামী সরকার। বিদেশি অপশক্তির প্ররোচনায় একদলীয় নির্বাচন আয়োজন করে দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। তারা বাংলাদেশকে বিদেশি বেনিয়াদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে ৭ জানুয়ারির ডামি নির্বাচন আয়োজনের চক্রান্তে শামিল হয়েছে।

বিজ্ঞপ্তিতে এবারের নির্বাচনকে ‘প্রহসনমূলক ডামি নির্বাচন’ বলে আখ্যা দেওয়া হয়। একইসঙ্গে নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।