Dhaka বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছেলে বীরকে নিয়ে প্রথমবার সমুদ্র দর্শনে বুবলী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ২৪৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও নায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সন্তানের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকেন নায়িকা। এবার তাকে নিয়ে গেলেন সমুদ্র দর্শনে। সন্তানকে প্রথমবারের মতো মুখোমুখি করালেন জলরাশির অপূর্ব সৌন্দর্যে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে দেখা যাচ্ছেন সমুদ্র পাড়ে ছেলেকে নিয়ে ঘুরছেন এই নায়িকা। ক্যাপশনে বুবলী জানিয়ে দিয়েছেন, এই শীতে বাপজানের প্রথম সমুদ্র ভ্রমণ।

গত ৭ সেপ্টেম্বর স্কুলে ভর্তি হয়েছে শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীর। ছেলের স্কুলসূত্রে এক হয়েছিলেন শাকিব-বুবলী। অভিভাবক হিসেবে প্রথমদিন স্কুলে গেছেন দুজনেই। স্বচক্ষে উপভোগ করেছেন ছেলের ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’। আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন বুবলী।

এদিকে চিত্রনায়ক শাকিব খান দেশে নেই। ওমরাহ পালনে উদ্দেশ্যে সৌদি আরবে আছেন তিনি। গত ২ জানুয়ারি দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে এই নায়কের।

গত ২৩ বিসেম্বর ‘পুলসিরাত’ নামে নতুন একটি সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান। এছাড়া বুবলীর হাতে রয়েছে ‘রিভেঞ্জ’, ‘মায়া: দ্য লাভ’, ‘কয়লা’ ‘বিট্রে লন্ডন লাভ’, ‘দেয়ালের দেশ’, ‘খেলা হবে’ সিনেমা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শুটিংয়ে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

ছেলে বীরকে নিয়ে প্রথমবার সমুদ্র দর্শনে বুবলী

প্রকাশের সময় : ০৩:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : 

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও নায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সন্তানের বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকেন নায়িকা। এবার তাকে নিয়ে গেলেন সমুদ্র দর্শনে। সন্তানকে প্রথমবারের মতো মুখোমুখি করালেন জলরাশির অপূর্ব সৌন্দর্যে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে ছেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে দেখা যাচ্ছেন সমুদ্র পাড়ে ছেলেকে নিয়ে ঘুরছেন এই নায়িকা। ক্যাপশনে বুবলী জানিয়ে দিয়েছেন, এই শীতে বাপজানের প্রথম সমুদ্র ভ্রমণ।

গত ৭ সেপ্টেম্বর স্কুলে ভর্তি হয়েছে শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীর। ছেলের স্কুলসূত্রে এক হয়েছিলেন শাকিব-বুবলী। অভিভাবক হিসেবে প্রথমদিন স্কুলে গেছেন দুজনেই। স্বচক্ষে উপভোগ করেছেন ছেলের ‘ফার্স্ট ডে অ্যাট স্কুল’। আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন বুবলী।

এদিকে চিত্রনায়ক শাকিব খান দেশে নেই। ওমরাহ পালনে উদ্দেশ্যে সৌদি আরবে আছেন তিনি। গত ২ জানুয়ারি দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরীর উদ্দেশে ঢাকা ছাড়েন। ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে এই নায়কের।

গত ২৩ বিসেম্বর ‘পুলসিরাত’ নামে নতুন একটি সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। ‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান। এছাড়া বুবলীর হাতে রয়েছে ‘রিভেঞ্জ’, ‘মায়া: দ্য লাভ’, ‘কয়লা’ ‘বিট্রে লন্ডন লাভ’, ‘দেয়ালের দেশ’, ‘খেলা হবে’ সিনেমা।