Dhaka শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাশরাফিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লিটু

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • ২২০ জন দেখেছেন

নড়াইল জেলা প্রতিনিধি : 

দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও নড়াইল সদরের একাংশ) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু। কর্মীদের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয় সেজন্য দলের প্রতি অনুগত হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থনের কথা জানান।

তিনি বলেন, কোনও ধরনের চাপ কিংবা হুমকি ধামকি নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে গেলাম।

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নড়াইল শহরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রাক প্রতীকের এ প্রার্থী। এ সময় তিনি মাশরাফিকে সমর্থন জানিয়ে তার সমর্থকদের নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অনুরোধ জানান।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ার‌্যমান সৈয়দ ফয়জুল আমির লিটু সাংবাদিকদের বলেন, আমি দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করার পর সমর্থকদের স্বাক্ষর গড়মিল ও মামলার তথ্য গোপন করার অভিযোগ এনে নির্বাচন কমিশন আমার প্রার্থিতা বাতিল করে দেয়। পরে চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাই। এরপর পর দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে মন থেকে তেমন একটা সায় দিচ্ছিল না। এ ছাড়া আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচনে প্রচার-প্রচারণার জন্য সময়ের স্বল্পতা, লিভার ও মেরুদণ্ডের সমস্যাজনিত কারণে অসুস্থ থাকায় ডাক্তারের পরামর্শে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ একমাস নির্বাচনের মাঠের পরিবর্তে আদালতের বারান্দা দিয়ে ঘুরেছি। নির্বাচনী প্রচারণার আর মাত্র তিন দিন হাতে আছে। এই সময়ের মধ্যে ভোটের কাজ করা সম্ভব না। আমি শারীরিকভাবে অসুস্থ। আমাকে ডাক্তার বিশ্রাম ও টেনশনমুক্ত থাকার কথা বলেছেন। এছাড়া পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা আমার ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচনে অংশগ্রহণ না করাসহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে অবসর নেওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছে। বিশেষ করে পরিবারের সদস্যদের সমর্থন না থাকায় আমি সজ্ঞানে আজ থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলাম।

তিনি আরও বলেন, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চেয়ে আমি নৌকার মাঝি সকলের প্রিয় মাশরাফি বিন মুর্তজাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও দশের খেদমত করার সুযোগ করে দেবেন।

সৈয়দ ফয়জুল আমির লিটু ছাত্রজীবনে মিরপুর সরকারি বাংলা কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশের মানুষের এখন প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন : আমীর খসরু

মাশরাফিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লিটু

প্রকাশের সময় : ০১:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

নড়াইল জেলা প্রতিনিধি : 

দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও নড়াইল সদরের একাংশ) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু। কর্মীদের মধ্যে যাতে বিভেদ সৃষ্টি না হয় সেজন্য দলের প্রতি অনুগত হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থনের কথা জানান।

তিনি বলেন, কোনও ধরনের চাপ কিংবা হুমকি ধামকি নয়, সম্পূর্ণ স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে গেলাম।

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নড়াইল শহরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রাক প্রতীকের এ প্রার্থী। এ সময় তিনি মাশরাফিকে সমর্থন জানিয়ে তার সমর্থকদের নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অনুরোধ জানান।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ার‌্যমান সৈয়দ ফয়জুল আমির লিটু সাংবাদিকদের বলেন, আমি দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করার পর সমর্থকদের স্বাক্ষর গড়মিল ও মামলার তথ্য গোপন করার অভিযোগ এনে নির্বাচন কমিশন আমার প্রার্থিতা বাতিল করে দেয়। পরে চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাই। এরপর পর দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে মন থেকে তেমন একটা সায় দিচ্ছিল না। এ ছাড়া আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর নির্বাচনে প্রচার-প্রচারণার জন্য সময়ের স্বল্পতা, লিভার ও মেরুদণ্ডের সমস্যাজনিত কারণে অসুস্থ থাকায় ডাক্তারের পরামর্শে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ একমাস নির্বাচনের মাঠের পরিবর্তে আদালতের বারান্দা দিয়ে ঘুরেছি। নির্বাচনী প্রচারণার আর মাত্র তিন দিন হাতে আছে। এই সময়ের মধ্যে ভোটের কাজ করা সম্ভব না। আমি শারীরিকভাবে অসুস্থ। আমাকে ডাক্তার বিশ্রাম ও টেনশনমুক্ত থাকার কথা বলেছেন। এছাড়া পরিবারের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা আমার ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচনে অংশগ্রহণ না করাসহ বিভিন্ন কর্মকাণ্ড থেকে অবসর নেওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছে। বিশেষ করে পরিবারের সদস্যদের সমর্থন না থাকায় আমি সজ্ঞানে আজ থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলাম।

তিনি আরও বলেন, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চেয়ে আমি নৌকার মাঝি সকলের প্রিয় মাশরাফি বিন মুর্তজাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও দশের খেদমত করার সুযোগ করে দেবেন।

সৈয়দ ফয়জুল আমির লিটু ছাত্রজীবনে মিরপুর সরকারি বাংলা কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।