আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে মহারাষ্ট্রে একটি গ্লাভস কারখানায় ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (৩১ ডিসেম্বর) ভোরে ফ্যাক্টরিটিতে আগুন লাগার পর ওই ছয়জন সেখানে আটকা পড়েছিলেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারক কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শ্রমিকরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত সোয়া দুইটার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এসময় তারা সেখানে ঘুমিয়ে ছিলেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহন মুংসে জানিয়েছেন, রাত ২টা ১৫ মিনিটের দিকে আমার অগ্নিকাণ্ডের খবর পাই। আমরা পৌঁছানোর আগেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে আমাদের কর্মীরা কারখানায় প্রবেশ করে ৬টি মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো আগুন পুরোপুরি নিভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভজি নগর এলাকার ওই কারখানায় হাতের গ্লাভস তৈরি করা হতো। কারখানায় ছিলেন অন্তত ১০ থেকে ১২ জন শ্রমিক।