Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুশান্তের মৃত্যু নিয়ে এবার দিল্লি হাইকোর্টে মামলা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • ১৯১ জন দেখেছেন

ফাইল ছবি

সুশান্তের মৃত্যু নিয়ে এতদিন চুপ থাকলেও এবার একটু নরেচরে বসল বলিউড। চারটি সিনেমা সংগঠন এবং ৩৪ জন প্রযোজক কয়েকটি সংবাদমাধ্যমের ‘‌দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং’‌-এর মামলা দায়ের করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে।
সুশান্তের মৃত্যু নিয়ে কাঁদা ছোড়াছুড়িও কম হচ্ছে না। কয়েকদিন আগেই রিপাবলিক টিভি-সহ অন্য দুই চ্যানেলের বিরুদ্ধে মাসিক কিস্তিতে জনগণকে টাকা দিয়ে টিআরপি বাড়ানোর অভিযোগ উঠেছিল। আর তার জেরেই গত কয়েকদিন ধরে নানা সমালোচনায় জর্জরিত রিপাবলিক টিভির সিইও ও সাংবাদিক অর্ণব গোস্বামী।

মামলাকারীদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর, যশ রাজ প্রোডাকশন-সহ মোট ৩৮টি সংস্থা। তাঁদের অভিযোগ, সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম বলিউডের দিকে কাদা ছুড়েছে। সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী, তারকাদের নিয়ে এই মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। তাঁদের ব্যক্তিগত জীবনে যখন তখন ঢুকে পড়া, গোপনীয়তার অধিকার খর্ব করা বন্ধ হোক।

এমনকী অনেকের নামেই গল্প বানিয়ে খবর হিসেবে পরিবেশন করার অভিযোগও তোলা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, এই চ্যানেলগুলো এবং তার সদস্যদের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর, অপমানসূচক মন্তব্য বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়াতেও এসব করা যাবে না।

বেশ কিছুদিন ধরেই সুশান্তের মৃত্যু নিয়ে বলিউডের দিকে আঙুল তুলেছে বেশ কয়েকটি চ্যানেল। কখনও নেপোটিজম, কখনো মাদক-যোগ এই নিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের রোষের মুখে পড়তে হচ্ছে। এতদিন এই নিয়ে প্রকাশ্যে কোনও তারকা মন্তব্য করেননি। জয়া বচ্চন সংসদে এই ঘটনার প্রতিবাদ করেছিলেন, তাঁকে সমর্থন করেছিলেন অভিনেত্রী হেমা মালিনী। এমনকী অক্ষয় কুমারও সাধারণ মানুষকে আবেদন করেছিলেন সবাইকে খারাপ না ভাবতে। মুখ খুলেছিলেন তাপসী পান্নুও।

এসব নিয়ে কয়েকদিন ধরেই গরম রয়েছে নেট দুনিয়া। এখন দেখার অপেক্ষা কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।

সূত্র: এই সময়

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

সুশান্তের মৃত্যু নিয়ে এবার দিল্লি হাইকোর্টে মামলা

প্রকাশের সময় : ০৫:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
সুশান্তের মৃত্যু নিয়ে এতদিন চুপ থাকলেও এবার একটু নরেচরে বসল বলিউড। চারটি সিনেমা সংগঠন এবং ৩৪ জন প্রযোজক কয়েকটি সংবাদমাধ্যমের ‘‌দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং’‌-এর মামলা দায়ের করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে।
সুশান্তের মৃত্যু নিয়ে কাঁদা ছোড়াছুড়িও কম হচ্ছে না। কয়েকদিন আগেই রিপাবলিক টিভি-সহ অন্য দুই চ্যানেলের বিরুদ্ধে মাসিক কিস্তিতে জনগণকে টাকা দিয়ে টিআরপি বাড়ানোর অভিযোগ উঠেছিল। আর তার জেরেই গত কয়েকদিন ধরে নানা সমালোচনায় জর্জরিত রিপাবলিক টিভির সিইও ও সাংবাদিক অর্ণব গোস্বামী।

মামলাকারীদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর, যশ রাজ প্রোডাকশন-সহ মোট ৩৮টি সংস্থা। তাঁদের অভিযোগ, সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম বলিউডের দিকে কাদা ছুড়েছে। সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী, তারকাদের নিয়ে এই মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। তাঁদের ব্যক্তিগত জীবনে যখন তখন ঢুকে পড়া, গোপনীয়তার অধিকার খর্ব করা বন্ধ হোক।

এমনকী অনেকের নামেই গল্প বানিয়ে খবর হিসেবে পরিবেশন করার অভিযোগও তোলা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, এই চ্যানেলগুলো এবং তার সদস্যদের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর, অপমানসূচক মন্তব্য বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়াতেও এসব করা যাবে না।

বেশ কিছুদিন ধরেই সুশান্তের মৃত্যু নিয়ে বলিউডের দিকে আঙুল তুলেছে বেশ কয়েকটি চ্যানেল। কখনও নেপোটিজম, কখনো মাদক-যোগ এই নিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের রোষের মুখে পড়তে হচ্ছে। এতদিন এই নিয়ে প্রকাশ্যে কোনও তারকা মন্তব্য করেননি। জয়া বচ্চন সংসদে এই ঘটনার প্রতিবাদ করেছিলেন, তাঁকে সমর্থন করেছিলেন অভিনেত্রী হেমা মালিনী। এমনকী অক্ষয় কুমারও সাধারণ মানুষকে আবেদন করেছিলেন সবাইকে খারাপ না ভাবতে। মুখ খুলেছিলেন তাপসী পান্নুও।

এসব নিয়ে কয়েকদিন ধরেই গরম রয়েছে নেট দুনিয়া। এখন দেখার অপেক্ষা কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।

সূত্র: এই সময়