Dhaka বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লাঙল ফেলে নৌকায় উঠলেন তিন শতাধিক নেতাকর্মী

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : 

দ্বাদশ জাতীয় নির্বাচনে (দোহার-নবাবগঞ্জ) ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের হাত ধরে ঢাকার নবাবগঞ্জে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন থেকে ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কাশিমপুরে নৌকার প্রচারণার কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যোগ দেয়া জাপার নেতাদের মধ্যে রয়েছেন-ঢাকা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলাল, জাতীয় মাহিলা পার্টির ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেশমী আক্তার, জাতীয় যুব সংহতির নবাবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন এবং জাতীয় যুব সংহতি নবাবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান।

যোগদান করা ঢাকা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলাল বলেন, আমি ৪০ বছর ধরে জাতীয় পার্টি করি ঢাকা-১ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী সালমা ইসলামের বিগত নির্বাচনে কাজ করেছি কোনো মূল্যায়ন করেনি এবার তিনি লাঙল নিয়ে এসেছে আমরা তার কর্মকাণ্ডে খুশি না। তাই এবার সালমান এফ রহমানকে ভালোবেসে তার উন্নয়ন দেখে আমরা মুগ্ধ হয়ে লাঙল ফেলে নৌকায় উঠলাম আগামী যতদিন বেঁচে থাকবো আওয়ামী লীগের হয়ে কাজ করবো।

ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি রেশমা আক্তার ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক, জাকির হোসেন, যুগ্ম-আহ্বায়ক মাহফুজ রহমান মাহফুজসহ অন্যান্য নেতাকর্মীরা যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির ঢাকা-১ আসনের লাঙলের প্রার্থী সালমা ইসলামের বিগত দিনের নানান কর্মকাণ্ডের সমালোচনা করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে ঘরে বিদ্যুৎ দেয়নি। সবার ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দিয়েছেন। দেশের প্রতিটি ব্যাক্তির জীবনমান উন্নয়ন করেছেন তিনি। কোনো ফাইলে সই করার আগে তিনি দেখেন জনগণের উন্নতি হবে কি না। জনগণের উন্নতি হবে এমন সব প্রকল্পের ফাইলে সই করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অংশগ্রহণমূলক নির্বাচন চান। এর মাধ্যমে তিনি আবারও প্রধানমন্ত্রী হতে চান। সেই জন্য ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিএনপি জামায়াত নির্বাচন বানচালের জন্য নানান ষড়যন্ত্র করছে কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না। বিরোধীদের অবৈধ অবরোধ হরতাল জনগণ এখন আর মানে না। বিএনপির নেতাদের এসব কর্মসূচি দেখে তাদের দলের সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতি নাখোশ। অসহযোগ আন্দোলন এখন তাদের দলের লোকের কাছেই হাস্যকর।

এ সময় সালমান এফ রহমান জাতীয় পার্টি থেকে আসা সব নেতাকর্মীদের স্বাগত জানান ও তার নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যোগদানকৃতদের নিয়ে ভোটের মাঠে একসঙ্গে কাজ করবেন।’

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আনার কলি পুতুলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত, সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিম, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবুসহ অন্যরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুড়িগ্রামে সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

লাঙল ফেলে নৌকায় উঠলেন তিন শতাধিক নেতাকর্মী

প্রকাশের সময় : ০২:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : 

দ্বাদশ জাতীয় নির্বাচনে (দোহার-নবাবগঞ্জ) ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের হাত ধরে ঢাকার নবাবগঞ্জে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠন থেকে ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কাশিমপুরে নৌকার প্রচারণার কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যোগ দেয়া জাপার নেতাদের মধ্যে রয়েছেন-ঢাকা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলাল, জাতীয় মাহিলা পার্টির ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেশমী আক্তার, জাতীয় যুব সংহতির নবাবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন এবং জাতীয় যুব সংহতি নবাবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান।

যোগদান করা ঢাকা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলাল বলেন, আমি ৪০ বছর ধরে জাতীয় পার্টি করি ঢাকা-১ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী সালমা ইসলামের বিগত নির্বাচনে কাজ করেছি কোনো মূল্যায়ন করেনি এবার তিনি লাঙল নিয়ে এসেছে আমরা তার কর্মকাণ্ডে খুশি না। তাই এবার সালমান এফ রহমানকে ভালোবেসে তার উন্নয়ন দেখে আমরা মুগ্ধ হয়ে লাঙল ফেলে নৌকায় উঠলাম আগামী যতদিন বেঁচে থাকবো আওয়ামী লীগের হয়ে কাজ করবো।

ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি রেশমা আক্তার ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক, জাকির হোসেন, যুগ্ম-আহ্বায়ক মাহফুজ রহমান মাহফুজসহ অন্যান্য নেতাকর্মীরা যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির ঢাকা-১ আসনের লাঙলের প্রার্থী সালমা ইসলামের বিগত দিনের নানান কর্মকাণ্ডের সমালোচনা করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে ঘরে বিদ্যুৎ দেয়নি। সবার ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দিয়েছেন। দেশের প্রতিটি ব্যাক্তির জীবনমান উন্নয়ন করেছেন তিনি। কোনো ফাইলে সই করার আগে তিনি দেখেন জনগণের উন্নতি হবে কি না। জনগণের উন্নতি হবে এমন সব প্রকল্পের ফাইলে সই করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অংশগ্রহণমূলক নির্বাচন চান। এর মাধ্যমে তিনি আবারও প্রধানমন্ত্রী হতে চান। সেই জন্য ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বিএনপি জামায়াত নির্বাচন বানচালের জন্য নানান ষড়যন্ত্র করছে কিন্তু দেশের মানুষ তা হতে দেবে না। বিরোধীদের অবৈধ অবরোধ হরতাল জনগণ এখন আর মানে না। বিএনপির নেতাদের এসব কর্মসূচি দেখে তাদের দলের সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতি নাখোশ। অসহযোগ আন্দোলন এখন তাদের দলের লোকের কাছেই হাস্যকর।

এ সময় সালমান এফ রহমান জাতীয় পার্টি থেকে আসা সব নেতাকর্মীদের স্বাগত জানান ও তার নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যোগদানকৃতদের নিয়ে ভোটের মাঠে একসঙ্গে কাজ করবেন।’

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আনার কলি পুতুলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত, সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিম, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবুসহ অন্যরা।