Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

নোয়াখালী জেলা প্রতিনিধি : 

নোয়াখালীর সোনাইমুড়ীতে জননী পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের জুনুদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়াগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাটপাড়া গ্রামের সুনীল ডাক্তার বাড়ির সুনীল চন্দ্র দেবনাথের ছেলে লিটন চন্দ্র দেবনাথ (৫০) ও তার ছেলে প্রান্ত চন্দ্র দেবনাথ (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়াগ বাজার থেকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দাস তার দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে সকাল ১০টার দিকে নিজের বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেয়। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার জয়াগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোটকেগনা জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে নোয়াখালীগামী বেপরোয়া গতির জননী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পল্লী চিকিৎসক লিটন ও তার দুই ছেলে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করে। মোটরসাইকেলে থাকা আরেক ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বাসটি খাদে পড়ে গেলে স্থানীয়রা ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। তবে তাদের মধ্যে কেউ গুরুতর আহত হননি।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এর আগে চাপা দিলে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে মারা যান। তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। আরেক ছেলে প্রতাপ চন্দ্র দেবনাথ (১৩) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

নোয়াখালীতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশের সময় : ০১:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

নোয়াখালী জেলা প্রতিনিধি : 

নোয়াখালীর সোনাইমুড়ীতে জননী পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের জুনুদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়াগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভাটপাড়া গ্রামের সুনীল ডাক্তার বাড়ির সুনীল চন্দ্র দেবনাথের ছেলে লিটন চন্দ্র দেবনাথ (৫০) ও তার ছেলে প্রান্ত চন্দ্র দেবনাথ (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়াগ বাজার থেকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দাস তার দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে সকাল ১০টার দিকে নিজের বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেয়। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার জয়াগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোটকেগনা জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে নোয়াখালীগামী বেপরোয়া গতির জননী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পল্লী চিকিৎসক লিটন ও তার দুই ছেলে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করে। মোটরসাইকেলে থাকা আরেক ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বাসটি খাদে পড়ে গেলে স্থানীয়রা ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। তবে তাদের মধ্যে কেউ গুরুতর আহত হননি।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এর আগে চাপা দিলে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে মারা যান। তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। আরেক ছেলে প্রতাপ চন্দ্র দেবনাথ (১৩) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।