করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা কর্মস্থলে ফিরতে ব্যস্ত হয়ে পড়েছেন। সময়মতো ফিরতে না পারলে তাদের চাকরি থাকবে না। কিন্তু সমস্যা হয়েছে বিমানের টিকিট নিয়ে। কোনোভাবেই মিলছে না বিমানের টিকিট। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে প্রবাসীদের ভিড় লেগেই আছে টিকিটের জন্য।
তারই ধারাবাহিকতায় সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য শনিবারও কারওয়ান বাজারে ভিড় করেছেন প্রবাসীরা। এদিকে ছুটির দিনেও যাত্রীদের চাপ সামলাতে টিকিট দিচ্ছেন সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
শনিবার টিকিট প্রত্যাশী পুরুষ ও নারী যাত্রীদের ভিড় গত কয়েকদিনের তুলনায় বেশি দেখা যায়।
আরও পড়ুন : লিজে আনা উড়োজাহাজে ১১শ কোটি টাকার ক্ষতি বিমানের
সকাল থেকেই হোটেল সোনারগাঁওয়ে টিকিটের জন্য দুই ভাগে বিভক্ত হয়ে লাইন ধরেছেন যাত্রীরা।
আগের দিন শুক্রবার যাদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে, তারাই শনিবার টিকিট নিতে এসেছেন। সকাল সোয়া ১০টায় টিকিট রি-ইস্যু শুরু করে সৌদি এয়ারলাইন্স।
যাদের ভিসার মেয়াদ কম, তাদের ৪ অক্টোবর থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে এয়ারলাইন্সটি।
ভিসা জটিলতার আশঙ্কায় গত ৪ অক্টোবর টোকেনের দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে।