Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে নৌকা ও ঈগলের সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতাসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের দুই কর্মী আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধরা হলেনÑ সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুবলীগের কর্মী এমদাদুল ও সিয়াম। তাদের মধ্যে রোকনের অবস্থা আশঙ্কাজনক।

টাঙ্গাইল- ৫ (সদর) আসনের নৌকা প্রতীকে নির্বাচন করছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর অর রশিদ এবং আওয়ামী লীগের স্বতন্ত্র ঈগল প্রতীকে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লব বলেন, বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও এমদাদুল এরা তিনজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে রোকনের অবস্থা আশঙ্কাজনক। আমার ধারণা আমাদের প্রতিপক্ষ স্বতন্ত্র ঈগলের কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।

আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী এডভোকেট মামুনুর অর রশিদ বলেন, গত রোববার রাতে বাঘিল এলাকায় নৌকার পক্ষে আমার সমর্থকরা মিছিল বের করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালান। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলার বাহিনীদের কাছে অনুরোধ জানাচ্ছি।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এ ঘটনায় স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থীর দুই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে।

আবহাওয়া

২৪ ঘণ্টায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার

টাঙ্গাইলে নৌকা ও ঈগলের সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

প্রকাশের সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইল-৫ (সদর) আসনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতাসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের দুই কর্মী আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধরা হলেনÑ সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুবলীগের কর্মী এমদাদুল ও সিয়াম। তাদের মধ্যে রোকনের অবস্থা আশঙ্কাজনক।

টাঙ্গাইল- ৫ (সদর) আসনের নৌকা প্রতীকে নির্বাচন করছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর অর রশিদ এবং আওয়ামী লীগের স্বতন্ত্র ঈগল প্রতীকে নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লব বলেন, বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও এমদাদুল এরা তিনজন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে রোকনের অবস্থা আশঙ্কাজনক। আমার ধারণা আমাদের প্রতিপক্ষ স্বতন্ত্র ঈগলের কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।

আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী এডভোকেট মামুনুর অর রশিদ বলেন, গত রোববার রাতে বাঘিল এলাকায় নৌকার পক্ষে আমার সমর্থকরা মিছিল বের করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালান। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলার বাহিনীদের কাছে অনুরোধ জানাচ্ছি।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এ ঘটনায় স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থীর দুই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে।