Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দুস্তান টাইমসের নজরকাড়া তারকাদের তালিকায় জয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • ২২০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সিনেমার পাশাপাশি ভারতে ওটিটি প্ল্যাটফর্মেও রাজত্ব করছেন জয়া আহসান। প্রতি বছরই অনবদ্য সব সিরিজ, সিনেমা নির্মিত হচ্ছে অন্তর্জালের জন্য। ২০২৩ সালে মুক্তি পাওয়া ওয়েব কনটেন্টগুলো বিবেচনা করে সেরা পারফর্মেন্সের একটি তালিকা করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এবার সেই তালিকায় জায়গা পেলেন জয়া আহসান।

শনিবার (২৩ ডিসেম্বর) পত্রিকাটির প্রিন্ট সংস্করণে ছাপা হওয়া তালিকার শুরুতেই দেখা যায় জয়া আহসানকে।

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী প্রথম হিন্দি সিনেমা ‘করক সিং’ মুক্তি পায় চলতি মাসের প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে জি ফাইভে। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জয়া আহসানের ছবি দিয়ে ‘করক সিং’-এ তার অভিনয় নিয়ে লেখা হয়েছে, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমাটিতে পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন এই বাংলাদেশি অভিনেত্রী।

জয়া আহসান ছাড়াও হিন্দুস্তান টাইমসের এই তালিকায় আরও জায়গা পেয়েছেন ‘আম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ ২), চিন্তন আর (রাচ ক্লাস), সুভিন্দর পাল (ভিকি কোহরা), রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার), সুকান্ত গোয়েল (কালা পানি), ভুবন আরোরা (ফারজি), সিদ্ধান্ত গুপ্তা (জুবিলি) ও গগব দেব রায়ার (স্ক্যাম ২০০৩)।

হিন্দুস্তান টাইমসে দেওয়া প্রতিক্রিয়া জয়া বলেন, নয়না চরিত্রটিতে নতুনত্ব ছিল, তার চরিত্রটির মধ্যে অনেক স্তর আছে; আমাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে অভিনয় করতে হয়েছে। এরপরও যদি আমার অভিনয় ভালো হয়ে থাকে, তবে সেটা অনেক বড় ব্যাপার।

তিনি যোগ করে বলেন, অনেকে বলেছে পর্দায় আমার চরিত্রের দৈর্ঘ্য আরও একটু বড় হতে পারত কিন্তু আমার মনে হয়, এটা যথেষ্ট শক্তিশালী চরিত্র। নতুনত্ব আছে এমন কিছুরই অপেক্ষায় থাকি আমি।

‘করক সিং’-এ পঙ্কজ ত্রিপাঠি, জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, পার্বতী, পরেশ পাহুজা, দিলীপ শংকর প্রমুখ। সিনেমার এমন গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী। এটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

হিন্দুস্তান টাইমসের নজরকাড়া তারকাদের তালিকায় জয়া

প্রকাশের সময় : ০৯:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

সিনেমার পাশাপাশি ভারতে ওটিটি প্ল্যাটফর্মেও রাজত্ব করছেন জয়া আহসান। প্রতি বছরই অনবদ্য সব সিরিজ, সিনেমা নির্মিত হচ্ছে অন্তর্জালের জন্য। ২০২৩ সালে মুক্তি পাওয়া ওয়েব কনটেন্টগুলো বিবেচনা করে সেরা পারফর্মেন্সের একটি তালিকা করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এবার সেই তালিকায় জায়গা পেলেন জয়া আহসান।

শনিবার (২৩ ডিসেম্বর) পত্রিকাটির প্রিন্ট সংস্করণে ছাপা হওয়া তালিকার শুরুতেই দেখা যায় জয়া আহসানকে।

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী প্রথম হিন্দি সিনেমা ‘করক সিং’ মুক্তি পায় চলতি মাসের প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে জি ফাইভে। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জয়া আহসানের ছবি দিয়ে ‘করক সিং’-এ তার অভিনয় নিয়ে লেখা হয়েছে, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমাটিতে পঙ্কজ ত্রিপাঠির প্রেমিকার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন এই বাংলাদেশি অভিনেত্রী।

জয়া আহসান ছাড়াও হিন্দুস্তান টাইমসের এই তালিকায় আরও জায়গা পেয়েছেন ‘আম্রুতা সুভাষ (লাস্ট স্টোরিজ ২), চিন্তন আর (রাচ ক্লাস), সুভিন্দর পাল (ভিকি কোহরা), রাজশ্রী দেশপাণ্ডে (ট্রায়াল বাই ফায়ার), সুকান্ত গোয়েল (কালা পানি), ভুবন আরোরা (ফারজি), সিদ্ধান্ত গুপ্তা (জুবিলি) ও গগব দেব রায়ার (স্ক্যাম ২০০৩)।

হিন্দুস্তান টাইমসে দেওয়া প্রতিক্রিয়া জয়া বলেন, নয়না চরিত্রটিতে নতুনত্ব ছিল, তার চরিত্রটির মধ্যে অনেক স্তর আছে; আমাকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে অভিনয় করতে হয়েছে। এরপরও যদি আমার অভিনয় ভালো হয়ে থাকে, তবে সেটা অনেক বড় ব্যাপার।

তিনি যোগ করে বলেন, অনেকে বলেছে পর্দায় আমার চরিত্রের দৈর্ঘ্য আরও একটু বড় হতে পারত কিন্তু আমার মনে হয়, এটা যথেষ্ট শক্তিশালী চরিত্র। নতুনত্ব আছে এমন কিছুরই অপেক্ষায় থাকি আমি।

‘করক সিং’-এ পঙ্কজ ত্রিপাঠি, জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, পার্বতী, পরেশ পাহুজা, দিলীপ শংকর প্রমুখ। সিনেমার এমন গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী। এটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।