কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জনগণ স্বতন্ত্র প্রার্থীকে দাঁতভাঙ্গা জবাব দিয়ে দিবেন বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তিনি নির্বাচনী প্রচারণার তার নিজ কার্যালয় মৌচাক এলাকায় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, হাইটেক সিটিতে প্রায় ৩ লাখ মানুষের কাজের কর্মস্থান হবে। সড়কের যানজট সৃষ্টির কারণে বিশেষ রেললাইন তৈরি করা হবে। কালিয়াকৈর টু ঢাকা শাটল ট্রেন চলাচল করবে। এতে যানজটের অনেকটাই কমে আসবে।
তিনি বলেন, আপনারা জানেন একসময় কালিয়াকৈরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিকভাবে অরাজকতা ছিলো। আমি চেষ্টা করেছি যেন এখানে শান্ত পরিবেশ থাকে। দলবল নির্বিশেষে সবাই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কালিয়াকৈরে যেনো রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না হয় সেটি খেয়াল রেখেছি। এটা দেশবাসী ও এ অঞ্চলের মানুষ নির্বাচনে মূল্যায়ন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারি এ এলাকার মানুষ ভোট দিয়ে সকল প্রশ্নের জবাব দিবে। আমার বিশ্বাস জনগণ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্র, মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দিবে এবং তাদের শোচনীয় পরাজয় হবে।
আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কোনো কথা আমি বিবেচনায় নেই না। তার কথা বিবেচনা করার মতো লোক তিনি এখনো হননি, যখন হবেন তখন বিবেচনা করবো।
আওয়ামী লীগের দলীয় পদধারী লোক নির্বাচনে নৌকার বিপক্ষে যদি কাজ করে সেক্ষেত্রে আপনাদের কি করণীয় এমন প্রশ্নে মোজাম্মেল হক বলেন, তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নিবে, এখানে আমার একক কোনো মত নেই। দল যে সিদ্ধান্ত নিবে আমি সেটার পক্ষে। তবে যারা প্রার্থী হয়েছে তাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই৷ তবে অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছে তা দুঃখজনক। যারা কথা বলছে যদি জবাব দেওয়ার মতো পর্যায় যায় তখন জবাব দিবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা।