Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি মাসের শেষ দিকে ফিরছেন বিদ্যা বালান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • ১৯২ জন দেখেছেন

বিদ্যা বালান

নির্মাতা অমিত মাশকুরার আগামী সিনেমা ‘শেরণি’। এই সিনেমার মূখ্য ভূমিকায় অভিনয় করবেন বিদ্যা বালান। যেখানে একজন বন কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।
জানা গেছে, মধ্যপ্রদেশের বালাঘাটের একটি জঙ্গলে ‘শেরণি’র শুটিং শুরু হবে। সেখানে একটানা ৩৫ দিন শুটিং চলবে। এরপর শহরের বিভিন্ন জায়গায় সিনেমাটির দৃশ্যায়ন হবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে ক্যামেরা খুলবে এই সিনেমার।

নতুন স্বাভাবিকে ইতোমধ্যে শুটিংয়ে ফিরেছেন বলিউডের একাধিক প্রথম সারির তারকারা। আমির খান ও অক্ষয় কুমার শুটিংয়ের জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন অনেক আগেই। সম্প্রতি ‘রাধে’র সেটে ফিরেছেন সালমান খান। এবার ক্যামেরার সামনে ফেরার অপেক্ষায় রয়েছেন টিনসেল টাউনের অভিনেত্রী বিদ্যা বালান।

এদিকে বিরতির পরে কাজে ফেরার খবরে দারুণ উচ্ছ্বসিত এই সিনেমার টিম। তবে সব ধরনের স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনেই শুরু হবে শুটিং। পাশাপাশি শিল্পী ও কলাকুশলীদের কোভিড টেস্ট নিশ্চিত করে তবেই মুম্বাই ছাড়বে ‘শেরণি’র টিম।
বিদ্যা বালান ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অনেক আগেই। লকডাউনের মাঝেই একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেসময় সব ধরনের সতর্কতা মেনে তবেই সেটে হাজির হয়েছিলেন তিনি। এবার সিনেপর্দায় ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন ‘ডার্টি পিকচার’ খ্যাত এই চিত্রতারকা।
জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

চলতি মাসের শেষ দিকে ফিরছেন বিদ্যা বালান

প্রকাশের সময় : ১০:৫২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
নির্মাতা অমিত মাশকুরার আগামী সিনেমা ‘শেরণি’। এই সিনেমার মূখ্য ভূমিকায় অভিনয় করবেন বিদ্যা বালান। যেখানে একজন বন কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে।
জানা গেছে, মধ্যপ্রদেশের বালাঘাটের একটি জঙ্গলে ‘শেরণি’র শুটিং শুরু হবে। সেখানে একটানা ৩৫ দিন শুটিং চলবে। এরপর শহরের বিভিন্ন জায়গায় সিনেমাটির দৃশ্যায়ন হবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে ক্যামেরা খুলবে এই সিনেমার।

নতুন স্বাভাবিকে ইতোমধ্যে শুটিংয়ে ফিরেছেন বলিউডের একাধিক প্রথম সারির তারকারা। আমির খান ও অক্ষয় কুমার শুটিংয়ের জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন অনেক আগেই। সম্প্রতি ‘রাধে’র সেটে ফিরেছেন সালমান খান। এবার ক্যামেরার সামনে ফেরার অপেক্ষায় রয়েছেন টিনসেল টাউনের অভিনেত্রী বিদ্যা বালান।

এদিকে বিরতির পরে কাজে ফেরার খবরে দারুণ উচ্ছ্বসিত এই সিনেমার টিম। তবে সব ধরনের স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনেই শুরু হবে শুটিং। পাশাপাশি শিল্পী ও কলাকুশলীদের কোভিড টেস্ট নিশ্চিত করে তবেই মুম্বাই ছাড়বে ‘শেরণি’র টিম।
বিদ্যা বালান ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অনেক আগেই। লকডাউনের মাঝেই একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেসময় সব ধরনের সতর্কতা মেনে তবেই সেটে হাজির হয়েছিলেন তিনি। এবার সিনেপর্দায় ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন ‘ডার্টি পিকচার’ খ্যাত এই চিত্রতারকা।