Dhaka মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, অভিযুক্তকে থানায় সোপর্দ

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেন সুজন নামের এক ব্যক্তি। পরে তাকে ভাটারা থানায় সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে সুজন নামে এক অপরিচিত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করতে থাকেন এবং এক পর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এসময়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানা পুলিশে দিয়ে দেয়।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, সুজন নামের ওই ব্যক্তি ডাক্তার দেখানোর জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এরপর খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না। এজন্য তাকে আমাদের কাছে দিয়েছে।

তাকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘না, তাকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তিনি জানান, আটক সুজন ফরিদপুর থেকে ঢাকায় এসেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক কিছু মনে হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয় : নাহিদ ইসলাম

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, অভিযুক্তকে থানায় সোপর্দ

প্রকাশের সময় : ১০:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেন সুজন নামের এক ব্যক্তি। পরে তাকে ভাটারা থানায় সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে সুজন নামে এক অপরিচিত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করতে থাকেন এবং এক পর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এসময়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানা পুলিশে দিয়ে দেয়।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, সুজন নামের ওই ব্যক্তি ডাক্তার দেখানোর জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। এরপর খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না। এজন্য তাকে আমাদের কাছে দিয়েছে।

তাকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘না, তাকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তিনি জানান, আটক সুজন ফরিদপুর থেকে ঢাকায় এসেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক কিছু মনে হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।