Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে হার্দিককে পাচ্ছে না মুম্বাই!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ১৮৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ইনজুরির কারণে আগামী আইপিএল শঙ্কা রয়েছে সূর্যকুমার যাদবের, ২৪ ঘণ্টা আগে এই তথ্য জানা যায়। মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে এবার আরো একটি দুঃসংবাদ। যেখানে কিছুদিন আগেই ক্লাবটি হার্দিক পান্ডিয়াকে তাদের অধিনায়ক হিসেবে ঘোসণা করে। তবে চোটের কারণে তিনিও হয়তো পুরো আইপিএল মৌসুম খেলতে পারবেন না।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হার্দিকের বিশ্বকাপে পাওয়া গোড়ালির চোট এখনও সারেনি। বিশ্বকাপের পর থেকে তাকে ভারতীয় জার্সিতেও দেখা যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে নেওয়া হয়নি তাকে। এমনকি জানুয়ারি মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হয়তো তিনি খেলতে পারবেন না।

আইপিএলের গত দুই আসরে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছিলেন পান্ডিয়া। তার মধ্যে প্রথমবার চ্যাম্পিয়ন এবং সর্বশেষ আসরে গুজরাট রানার্সআপ হয়েছিল। তাই পান্ডিয়াকে পেতে দলটির সঙ্গে রীতিমতো যুদ্ধই করতে হয়েছিল মুম্বাই ফ্র্যাঞ্চাইজিকে। তার আগমনের পরই অভিজ্ঞ রোহিতকে সরিয়ে অধিনায়কের পদ দেওয়া হয় পান্ডিয়ার কাছে। যা নিয়ে বেশ ক্ষুব্ধ দলের ভক্তরাও। এরপরই দেশটির সংবাদমাধ্যম জানায়, অধিনায়ক করা হবে এই শর্তেই নাকি গুজরাট থেকে মুম্বাইয়ে এসেছিলেন হার্দিক।

আইপিএল আগামী বছর মার্চ মাসে হওয়ার কথা। সেই সময়ের মধ্যে হার্দিক সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। শুক্রবার জানা গিয়েছে, পায়ের চোট সারতে সময় লাগবে সূর্যেরও। দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে আইপিএলে না পেলে সমস্যায় পড়বে মুম্বাই। তাদের সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে।

এর আগে আইপিএলের নিলামের আগে নাটকীয় ভাবে হার্দিককে দলে নিয়েছে মুম্বাই। নিলামের আগে গুজরাট টাইটান্সের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় ছিলেন হার্দিক। কিন্তু কয়েক ঘণ্টা পরেই জানা যায়, হার্দিক নিজের পুরনো দল মুম্বাইয়ে যোগ দিয়েছেন। হার্দিককে কেনার জন্য ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডারকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে বিক্রি করে মুম্বাই।

মুম্বাই নিলামের ঠিক আগেই জানিয়ে দেয়, আগামী মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক। পাঁচ বারের ট্রফিজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এখন যদি হার্দিক সত্যিই আইপিএলে খেলতে না পারেন তা হলে অধিনায়ক বদল করতে হবে মুম্বাইকে। সে ক্ষেত্রে দেখার যে আবার রোহিতকেই দায়িত্ব দেওয়া হয়, না কি নতুন কারো নাম উঠে আসে।

আইপিএলে এর আগে মোট ৭ মৌসুম মুম্বাইয়ের হয়ে খেলেছেন হার্দিক। এরপর ২০২২ সালে মুম্বাই ছেড়ে গুজরাটে চলে যান তিনি। তার নেতৃত্বে অভিষেক আসরেই শিরোপা জিতে গুজরাট। পরের মৌসুমেও হার্দিকের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের ট্রফি ঘরে তোলে ফ্র্যাঞ্চাইজিটি।

বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে গোড়ালির ইনজুরিতে পড়েন হার্দিক। এরপর চোটের কারণে পুরো বিশ্বকাপই শেষ হয়ে গিয়েছিল এই ভারতীয় তারকা ক্রিকেটারের। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস এবং দক্ষিণ আফ্রিকার সফরেও যেতে পারেন নি হার্দিক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আইপিএলে হার্দিককে পাচ্ছে না মুম্বাই!

প্রকাশের সময় : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ইনজুরির কারণে আগামী আইপিএল শঙ্কা রয়েছে সূর্যকুমার যাদবের, ২৪ ঘণ্টা আগে এই তথ্য জানা যায়। মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে এবার আরো একটি দুঃসংবাদ। যেখানে কিছুদিন আগেই ক্লাবটি হার্দিক পান্ডিয়াকে তাদের অধিনায়ক হিসেবে ঘোসণা করে। তবে চোটের কারণে তিনিও হয়তো পুরো আইপিএল মৌসুম খেলতে পারবেন না।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হার্দিকের বিশ্বকাপে পাওয়া গোড়ালির চোট এখনও সারেনি। বিশ্বকাপের পর থেকে তাকে ভারতীয় জার্সিতেও দেখা যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে নেওয়া হয়নি তাকে। এমনকি জানুয়ারি মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হয়তো তিনি খেলতে পারবেন না।

আইপিএলের গত দুই আসরে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছিলেন পান্ডিয়া। তার মধ্যে প্রথমবার চ্যাম্পিয়ন এবং সর্বশেষ আসরে গুজরাট রানার্সআপ হয়েছিল। তাই পান্ডিয়াকে পেতে দলটির সঙ্গে রীতিমতো যুদ্ধই করতে হয়েছিল মুম্বাই ফ্র্যাঞ্চাইজিকে। তার আগমনের পরই অভিজ্ঞ রোহিতকে সরিয়ে অধিনায়কের পদ দেওয়া হয় পান্ডিয়ার কাছে। যা নিয়ে বেশ ক্ষুব্ধ দলের ভক্তরাও। এরপরই দেশটির সংবাদমাধ্যম জানায়, অধিনায়ক করা হবে এই শর্তেই নাকি গুজরাট থেকে মুম্বাইয়ে এসেছিলেন হার্দিক।

আইপিএল আগামী বছর মার্চ মাসে হওয়ার কথা। সেই সময়ের মধ্যে হার্দিক সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। শুক্রবার জানা গিয়েছে, পায়ের চোট সারতে সময় লাগবে সূর্যেরও। দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে আইপিএলে না পেলে সমস্যায় পড়বে মুম্বাই। তাদের সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে।

এর আগে আইপিএলের নিলামের আগে নাটকীয় ভাবে হার্দিককে দলে নিয়েছে মুম্বাই। নিলামের আগে গুজরাট টাইটান্সের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় ছিলেন হার্দিক। কিন্তু কয়েক ঘণ্টা পরেই জানা যায়, হার্দিক নিজের পুরনো দল মুম্বাইয়ে যোগ দিয়েছেন। হার্দিককে কেনার জন্য ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডারকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে বিক্রি করে মুম্বাই।

মুম্বাই নিলামের ঠিক আগেই জানিয়ে দেয়, আগামী মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক। পাঁচ বারের ট্রফিজয়ী অধিনায়ক রোহিত শর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এখন যদি হার্দিক সত্যিই আইপিএলে খেলতে না পারেন তা হলে অধিনায়ক বদল করতে হবে মুম্বাইকে। সে ক্ষেত্রে দেখার যে আবার রোহিতকেই দায়িত্ব দেওয়া হয়, না কি নতুন কারো নাম উঠে আসে।

আইপিএলে এর আগে মোট ৭ মৌসুম মুম্বাইয়ের হয়ে খেলেছেন হার্দিক। এরপর ২০২২ সালে মুম্বাই ছেড়ে গুজরাটে চলে যান তিনি। তার নেতৃত্বে অভিষেক আসরেই শিরোপা জিতে গুজরাট। পরের মৌসুমেও হার্দিকের নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের ট্রফি ঘরে তোলে ফ্র্যাঞ্চাইজিটি।

বিশ্বকাপের গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে গোড়ালির ইনজুরিতে পড়েন হার্দিক। এরপর চোটের কারণে পুরো বিশ্বকাপই শেষ হয়ে গিয়েছিল এই ভারতীয় তারকা ক্রিকেটারের। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস এবং দক্ষিণ আফ্রিকার সফরেও যেতে পারেন নি হার্দিক।