Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কটূক্তির শিকার পূজা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। দেব, জিৎদের সঙ্গে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। তবে বর্তমানে সিনেমা জগত থেকে অনেকটাই দুরে। পর্দা থেকে দুরে থাকলেও গ্ল্যামার জীবন থেকে মোটেও দুরে নন পূজা।

তবে পর্দায় অনুপস্থিত থাকলেও সামাজিক মাধ্যমে নিয়মিত আছেন এ অভিনেত্রী। নিয়মিত মডেলিং, ফটোশুট করছেন। সামাজিক মাধ্যমেও ভক্তদের সংস্পর্শে থাকছেন। নিজের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। বেশিরভাগ সময় সৌন্দর্যের প্রশংসায় ভাসলেও কখনো কখনো তুমুল কটাক্ষের শিকার হয়ে হয় তাকে।

ইনস্টাগ্রামে নিত্য নতুন পোস্ট করে জমিয়ে রাখেন নিজের সোশ্যাল হ্যান্ডেল। অনুসারীরাও সেসব পোস্ট লাইক কমেন্টে ভরিয়ে দেন। এবার নাখোশ হলেন তারা। পূজাকে কটাক্ষ করলেন অসভ্য মহিলা বলে।

যেমনটা সদ্য প্রকাশ করা একটি ভিডিওর কারণে কটাক্ষের মুখোমুখি হলেন আবারও। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নতুন একটি ফটোশুটের ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। নতুন ভিডিওতে আবেদনময়ী পোশাকে উত্তাপ ছড়িয়েছেন পূজা, তা বলাই বাহুল্য। তবে এই উত্তাপ ভক্তরা সাদরে গ্রহণ করলেও নেটিজেনরা বিদ্রুপ করতে ছাড়েননি!

ভিডিওটিতে পূজাকে একটি ফটোশুট করতে দেখা যাচ্ছে। তার পরনে ব্যাকলেস ব্রালেট। খোলা কাঁধ-পিঠ। চোখেমুখে দুষ্টু ইশারা। উন্মুক্তপ্রায় শরীর দেখেই পূজার উপর খেপেছে নেটিজেনরা।

পূজার নতুন ফটোশুট দেখে একজন লিখেছেন, “অসভ্য মহিলা”। আবার কেউ লিখেছেন, “বিয়ে হয়ে গেছে। আপনার একটি ছেলেও আছে। এখন আর এমন ফটোশুট করা আপনার একেবারেই উচিত নয়। বিশেষত জগদম্বা চরিত্রে অভিনয় করার পর এমন শুট তো আরও করা উচিত নয়।” তবে এসবের উত্তরে কিছু বলেননি অভিনেত্রী।

মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা অভিনীত একটি সিনেমা। এটির নির্মাতা রাজা চন্দ। সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

কটূক্তির শিকার পূজা

প্রকাশের সময় : ০৪:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। দেব, জিৎদের সঙ্গে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। তবে বর্তমানে সিনেমা জগত থেকে অনেকটাই দুরে। পর্দা থেকে দুরে থাকলেও গ্ল্যামার জীবন থেকে মোটেও দুরে নন পূজা।

তবে পর্দায় অনুপস্থিত থাকলেও সামাজিক মাধ্যমে নিয়মিত আছেন এ অভিনেত্রী। নিয়মিত মডেলিং, ফটোশুট করছেন। সামাজিক মাধ্যমেও ভক্তদের সংস্পর্শে থাকছেন। নিজের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। বেশিরভাগ সময় সৌন্দর্যের প্রশংসায় ভাসলেও কখনো কখনো তুমুল কটাক্ষের শিকার হয়ে হয় তাকে।

ইনস্টাগ্রামে নিত্য নতুন পোস্ট করে জমিয়ে রাখেন নিজের সোশ্যাল হ্যান্ডেল। অনুসারীরাও সেসব পোস্ট লাইক কমেন্টে ভরিয়ে দেন। এবার নাখোশ হলেন তারা। পূজাকে কটাক্ষ করলেন অসভ্য মহিলা বলে।

যেমনটা সদ্য প্রকাশ করা একটি ভিডিওর কারণে কটাক্ষের মুখোমুখি হলেন আবারও। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নতুন একটি ফটোশুটের ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। নতুন ভিডিওতে আবেদনময়ী পোশাকে উত্তাপ ছড়িয়েছেন পূজা, তা বলাই বাহুল্য। তবে এই উত্তাপ ভক্তরা সাদরে গ্রহণ করলেও নেটিজেনরা বিদ্রুপ করতে ছাড়েননি!

ভিডিওটিতে পূজাকে একটি ফটোশুট করতে দেখা যাচ্ছে। তার পরনে ব্যাকলেস ব্রালেট। খোলা কাঁধ-পিঠ। চোখেমুখে দুষ্টু ইশারা। উন্মুক্তপ্রায় শরীর দেখেই পূজার উপর খেপেছে নেটিজেনরা।

পূজার নতুন ফটোশুট দেখে একজন লিখেছেন, “অসভ্য মহিলা”। আবার কেউ লিখেছেন, “বিয়ে হয়ে গেছে। আপনার একটি ছেলেও আছে। এখন আর এমন ফটোশুট করা আপনার একেবারেই উচিত নয়। বিশেষত জগদম্বা চরিত্রে অভিনয় করার পর এমন শুট তো আরও করা উচিত নয়।” তবে এসবের উত্তরে কিছু বলেননি অভিনেত্রী।

মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা অভিনীত একটি সিনেমা। এটির নির্মাতা রাজা চন্দ। সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে।