স্পোর্টস ডেস্ক :
পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর থেকেই উরুগুয়ের মালদোনাদোয় বসবাস করছেন এজেকিয়েল লাভেজ্জি। সেখানেই বুধবার (২০ ডিসেম্বর) পার্টির এক আয়োজন করেছিলেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড। কিন্তু পরিবারের সঙ্গে আনন্দ নিতে গিয়ে এখন হাসপাতালে তিনি।
বুধবার (২০ ডিসেম্বর) উরুগুয়ের মালদোনাদোয় এ ঘটনা ঘটেছে বলে জানায় সংবাদমাধ্যামগুলো। ভোরে পরিবারের সঙ্গে পার্টিতে ছিলেন লাভেজ্জি। এ সময় তার সঙ্গে প্রেমিকাও ছিলেন। পার্টিতেই পরিবারের কেউ তাকে ছুরিকাঘাত করেন। এতে পেটে ও কলারবোনে (কণ্ঠাস্থি) ক্ষত সৃষ্টি হলে জরুরি সেবা সংস্থাকে ফোন দেওয়া হয়। জরুরি সেবায় নিয়োজিতরা এসে তাকে মালদোনাদোর কান্তেগ্রিল সানাতোরিয়াম হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার অগুস্তিনির অধীন চিকিৎসাধীন আছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।
যদিও পরিবার থেকে বলা হচ্ছে, লাভেজ্জিকে পরিবার থেকে কেউ ছুরিকাঘাত করেনি। আলোক বাতি পরিবর্তন করতে গিয়ে মই থেকে পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। তবে আর্জেন্টাইন গণমাধ্যম ক্লারিন জানিয়েছে, স্থানীয় পুলিশ লাভেজ্জির ছুরিকাহত হওয়ার ঘটনা নিশ্চিত করতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষও এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।
এদিকে উরুগুয়ের পত্রিকা এল অবজারভাদর পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, পার্টিতে পরিবারেরই কেউ লাভেজ্জিকে ছুরিকাঘাত করেছেন। এ ঘটনার পর গতকাল স্থানীয় সময় ভোর ৫টায় জরুরি সেবা সংস্থাকে ফোন করা হয়।
লাভেজ্জি ছুরিকাঘাতে আহত হয়েছেন কিনা এমন নিশ্চিত করতে পারেননি স্থানীয় পুলিশও। পুলিশ জানিয়েছে, এখনো আঘাতের বিষয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষও কিছু জানায়নি।
২০১৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে আর্জেন্টিনার হয়ে ৫১ ম্যাচ খেলে ৯ গোল করেছেন লাভেজ্জি। এ সময় লিওনেল মেসি–আনহেল দি মারিয়ার সঙ্গে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল সহ পরপর কোপা আমেরিকার দুটি ফাইনালে খেলেছিলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু কোনোবারই সাফল্য ধরা দেয়নি। প্রতিবারই হতাশ হতে হয়েছে তাঁকে।
সর্বশেষ ২০১৭ বিশ্বকাপ বাছাইয়ে আলবিসেলেস্তাদের স্কোয়াডে ছিলেন লাভেজ্জি। যদিও ম্যাচে নামা হয়নি তাঁর। ক্লাব ফুটবলে ২০০৭ সালে ডিয়েগো ম্যারাডোনার ক্লাব নাপোলিতে যোগ দেন। সেখানে কয়েক মৌসুমে কাটিয়ে পিএসজিতেও খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনে খেলে অবসর নেন তিনি।