আন্তর্জাতিক ডেস্ক :
নির্ধারিত সময়ের ৯০ সেকেন্ড আগে পরীক্ষা শেষ করায় সরকারের বিরুদ্ধে মামলা করছে দক্ষিণ কোরিয়ার একদল শিক্ষার্থী। পরীক্ষা পুনরায় দেওয়ার জন্য এক বছরের পড়াশোনার খরচ হিসেবে প্রত্যেকে শিক্ষার্থীকে ২ কোটি ওয়ান বা ১৫ হাজার ৪০ ডলার ডলার ক্ষতিপূরণ দেওয়া দাবি করেছে তারা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এই খবর জানিয়েছে।
শিক্ষার্থীদের আইনজীবী বলেছেন, পরীক্ষাকেন্দ্রে এমন ভুল শিক্ষার্থীদের পরীক্ষার বাকি অংশকেও মারাত্মকভাবে প্রভাবিত করেছে। এমনকি কিছু পরীক্ষার্থী এতটাই ভেঙ্গে পড়েছিলেন যে পরীক্ষা শেষ না করেই তার কেন্দ্র থেকে বের হয়ে যান।
দশটির কলেজে ভর্তি পরীক্ষা সুনেউং নামে পরিচিত। এটি বেশ কয়েকটি বিষয়ে আট ঘণ্টার একটি ম্যারাথন পরীক্ষা।
সুনেউং বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি। এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে অবস্থান নির্ণয় এবং চাকরি নির্ধারণ করে না, ভবিষ্যতের সম্পর্কও নির্ধারণ করে।
বার্ষিক এ ইভেন্টের সময় শিক্ষার্থীদের মনোনিবেশে সাহায্য করার জন্য দেশের আকাশসীমা বন্ধ করা এবং স্টক মার্কেট দেরিতে খোলার মতো কিছু ব্যবস্থাও নেওয়া হয়।
চলতি বছর পরীক্ষার ফল প্রকাশিত হয় গেল ৮ ডিসেম্বর।
মঙ্গলবার অন্তত ৩৯ জন শিক্ষার্থীর দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, পরীক্ষার প্রথম বিষয় ছিল কোরিয়ান। এ পরীক্ষা চলাকালে রাজধানী সিউলের কোনো স্থানে আগেই ঘণ্টা বেজে গিয়েছিল।
পরীক্ষা শেষ হওয়ার আগেই ঘণ্টা বেজে যাওয়ার ঘটনা দক্ষিণ কোরিয়ায় এটিই প্রথম নয়। গেল এপ্রিলে সিউলের একটি আদালতে শিক্ষার্থীরা অভিযোগ করে ৫ হাজার ২৫০ ডলার সমপরিমাণ অর্থ পেয়েছিলেন।