Dhaka মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে লরির ধাক্কায় নির্বাচন কর্মকর্তা নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:৪৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • ২৩০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিমানবন্দর এলাকায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আল মামুন (৪৬) নামে এক এক নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল মামুনের পরিবারের সদস্য জানান, তিনি উত্তরা থানা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আল মামুন মানিকগঞ্জ সাটুরিয়া আকাশী এলাকার শামসুল হকের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর নুরজাহান রোড এলাকায় থাকতেন।

এর আগে রাত ৯টার দিকে অফিস থেকে বেরিয়ে মোহাম্মদপুর নুরজাহান রোডে বাইক চালিয়ে বাসায় ফেরার পথে বিমানবন্দর গোল চত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল মামুনের শ্যালক মোস্তফা কামাল মুরাদ জানান, যতটুকু জেনেছি অফিস থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে বিমানবন্দর গোল চত্বরে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে হাসপাতালে মারা যান। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, এখনও বিস্তারিত জানতে পারেনি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া  সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আল মামুনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানবন্দরে লরির ধাক্কায় নির্বাচন কর্মকর্তা নিহত

প্রকাশের সময় : ১০:৪৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর বিমানবন্দর এলাকায় লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আল মামুন (৪৬) নামে এক এক নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল মামুনের পরিবারের সদস্য জানান, তিনি উত্তরা থানা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আল মামুন মানিকগঞ্জ সাটুরিয়া আকাশী এলাকার শামসুল হকের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর নুরজাহান রোড এলাকায় থাকতেন।

এর আগে রাত ৯টার দিকে অফিস থেকে বেরিয়ে মোহাম্মদপুর নুরজাহান রোডে বাইক চালিয়ে বাসায় ফেরার পথে বিমানবন্দর গোল চত্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল মামুনের শ্যালক মোস্তফা কামাল মুরাদ জানান, যতটুকু জেনেছি অফিস থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে বিমানবন্দর গোল চত্বরে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে হাসপাতালে মারা যান। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, এখনও বিস্তারিত জানতে পারেনি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া  সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আল মামুনের মরদেহ মর্গে রাখা হয়েছে।