Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মালাইকার কোমরে ভক্তের হাত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ১৯৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

নানা কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। এবার ভক্তের ছবি তোলার চাহিদা পূরণ করতে গিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন তিনি। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’র সেটে এমনই একটি ঘটনা ঘটে। শুটিংয়ে যাওয়ার আগে পাপারাজ্জির সামনে লাল শাড়ি পরে পোজ দিচ্ছিলেন মালাইকা। আচমকা এক অনুরাগী ছবি তুলতে এগিয়ে আসেন। এমনিতে মালাইকা অনুরাগী ও পাপারাজ্জিদের ছবি তোলার আবদার হাসিমুখেই মেটান। এই অনুরাগী আবার ছিলেন শারীরিকভাবে অক্ষম। মালাইকা হাত বাড়িয়ে তাকে ছবি তোলার জন্য ডেকে নেন।

গণমাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, লাল শাড়িতে মালাইকা। ভ্যানিটি ভ্যান থেকে নেমে অভিনেত্রী ছবির জন্য পোজ দিচ্ছেন। এমন সময় ছবি তুলবেন বলে তার এক পুরুষ ভক্ত এগিয়ে আসেন। তাকে ফেরাননি মালাইকা।

কিন্তু ওই ব্যক্তি ছবি তুলতে এসে সরাসরি অভিনেত্রীর কোমর ধরে দাঁড়িয়ে পড়েন। এতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন মালাইকা, বদলাতে থাকে তার মুখের অভিব্যক্তি। তড়িঘড়ি করে তার নিরাপত্তারক্ষী এসে অভিনেত্রীর কোমর থেকে হাত সরিয়ে দেন ওই ব্যক্তির।
কিন্তু ছবি তোলার উচ্ছ্বাসে যুবক হয়তো নিজের অজান্তেই একটি হাত মালাইকার কোমর ওপর রাখেন। অপ্রস্তুত হয়ে মালাইকা এক পা পিছিয়ে যান। এতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন মালাইকা, বদলাতে থাকে তার মুখের অভিব্যক্তি। কিন্তু যুবক ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। ধৈর্য ধরে তার সঙ্গে ছবি তোলেন মালাইকা। তারপর ইশারায় নিজের নিরাপত্তারক্ষীকে ডেকে নেন। নিরাপত্তারক্ষী এসেই সবার আগে যুবকের হাত সরিয়ে দেন।

যদিও এ পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামাল দিয়েছেন অভিনেত্রী। কোনো রকমের চোটপাট না করেই পরিস্থিতি সামলান তিনি।

এরইমধ্যে ভাইরাল হয়েছে মালাইকার সঙ্গে ওই যুবকের কাণ্ড। নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন। তবে অনেকেই নিয়েছেন যুবকের পক্ষ। তাদের মতে যুবক হয়তো সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না বলেই অজান্তে এই কাজ করেছেন।

মালাইকার এমন ব্যবহার মন কেড়েছে ভক্তদেরও। অভিনেত্রীর তারিফ করে কেউ লিখেছেন, ছেলেটা হয়তো না বুঝেই করেছে। কাজটা যদিও ভুল; কিন্তু মালাইকা এরপরও এত মিষ্টি ব্যবহার করলেন!

আরেকজন লিখেছেন, ‘আর ট্রোল করব না মালাইকাকে। তিনি আমার মন জয় করে নিলেন।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

মালাইকার কোমরে ভক্তের হাত

প্রকাশের সময় : ০২:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

নানা কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। এবার ভক্তের ছবি তোলার চাহিদা পূরণ করতে গিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন তিনি। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’র সেটে এমনই একটি ঘটনা ঘটে। শুটিংয়ে যাওয়ার আগে পাপারাজ্জির সামনে লাল শাড়ি পরে পোজ দিচ্ছিলেন মালাইকা। আচমকা এক অনুরাগী ছবি তুলতে এগিয়ে আসেন। এমনিতে মালাইকা অনুরাগী ও পাপারাজ্জিদের ছবি তোলার আবদার হাসিমুখেই মেটান। এই অনুরাগী আবার ছিলেন শারীরিকভাবে অক্ষম। মালাইকা হাত বাড়িয়ে তাকে ছবি তোলার জন্য ডেকে নেন।

গণমাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, লাল শাড়িতে মালাইকা। ভ্যানিটি ভ্যান থেকে নেমে অভিনেত্রী ছবির জন্য পোজ দিচ্ছেন। এমন সময় ছবি তুলবেন বলে তার এক পুরুষ ভক্ত এগিয়ে আসেন। তাকে ফেরাননি মালাইকা।

কিন্তু ওই ব্যক্তি ছবি তুলতে এসে সরাসরি অভিনেত্রীর কোমর ধরে দাঁড়িয়ে পড়েন। এতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন মালাইকা, বদলাতে থাকে তার মুখের অভিব্যক্তি। তড়িঘড়ি করে তার নিরাপত্তারক্ষী এসে অভিনেত্রীর কোমর থেকে হাত সরিয়ে দেন ওই ব্যক্তির।
কিন্তু ছবি তোলার উচ্ছ্বাসে যুবক হয়তো নিজের অজান্তেই একটি হাত মালাইকার কোমর ওপর রাখেন। অপ্রস্তুত হয়ে মালাইকা এক পা পিছিয়ে যান। এতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন মালাইকা, বদলাতে থাকে তার মুখের অভিব্যক্তি। কিন্তু যুবক ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। ধৈর্য ধরে তার সঙ্গে ছবি তোলেন মালাইকা। তারপর ইশারায় নিজের নিরাপত্তারক্ষীকে ডেকে নেন। নিরাপত্তারক্ষী এসেই সবার আগে যুবকের হাত সরিয়ে দেন।

যদিও এ পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামাল দিয়েছেন অভিনেত্রী। কোনো রকমের চোটপাট না করেই পরিস্থিতি সামলান তিনি।

এরইমধ্যে ভাইরাল হয়েছে মালাইকার সঙ্গে ওই যুবকের কাণ্ড। নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন। তবে অনেকেই নিয়েছেন যুবকের পক্ষ। তাদের মতে যুবক হয়তো সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না বলেই অজান্তে এই কাজ করেছেন।

মালাইকার এমন ব্যবহার মন কেড়েছে ভক্তদেরও। অভিনেত্রীর তারিফ করে কেউ লিখেছেন, ছেলেটা হয়তো না বুঝেই করেছে। কাজটা যদিও ভুল; কিন্তু মালাইকা এরপরও এত মিষ্টি ব্যবহার করলেন!

আরেকজন লিখেছেন, ‘আর ট্রোল করব না মালাইকাকে। তিনি আমার মন জয় করে নিলেন।’