Dhaka বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার শোভাযাত্রা করার অনুমতি পেল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণা ছাড়া রাজনৈতিক সভা-সমাবেশ করার ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এরমধ্যেই মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। দলের আবেদনের প্রেক্ষিতে ঢাকার রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করতে অনাপত্তি দিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে দেওয়া আবেদনের পর রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে এই অনুমতি দেওয়া হয় বলে জানানো হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পত্রের মর্মে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইন-শৃংখলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর উদ্যোগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ২টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (রমনা) থেকে মৎস্য ভবন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমণ্ডি ৩২ পর্যন্ত র‌্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হলো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে একটুও ছাড় নয় : নাহিদ ইসলাম

মঙ্গলবার শোভাযাত্রা করার অনুমতি পেল আওয়ামী লীগ

প্রকাশের সময় : ০৬:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণা ছাড়া রাজনৈতিক সভা-সমাবেশ করার ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এরমধ্যেই মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। দলের আবেদনের প্রেক্ষিতে ঢাকার রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করতে অনাপত্তি দিয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে দেওয়া আবেদনের পর রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে এই অনুমতি দেওয়া হয় বলে জানানো হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পত্রের মর্মে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইন-শৃংখলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর উদ্যোগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ২টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (রমনা) থেকে মৎস্য ভবন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমণ্ডি ৩২ পর্যন্ত র‌্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হলো।