Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিক্সন চৌধুরীর প্রতীক ‘ঈগল’

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি প্রতীক পেয়েছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করে জেলা রিটার্নিং অফিসার। এসময় ফরিদপুরের ৪ টি আসনের সংসদ সদস্য পদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর প্রস্তাবক জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. আবুল বাশার উপস্থিত থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে ঈগল প্রতীক দাবী করেন। অন্য কোন স্বতন্ত্র প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা মজিবুর রহমান চৌধুরী নিক্সনের জন্য ঈগল প্রতীক বরাদ্দ করেন।

এসময় রিটার্নিং কর্মকর্তা জানান, এখন থেকেই আপনারা নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। তবে অবশ্যই সকলে নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন। কেউ কারো বিরুদ্ধে উস্কানি মূলক কোন বক্তব্য দেয়া থেকে বিরত থাকবেন।

মুজিবুর রহমান চৌধুরী মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার বাসিন্দা। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নৌকার প্রার্থী কাজী জাফরউল্যাহকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সেবার তার নির্বাচনী প্রতীক ছিল আনারস। এরপর ২০১৮ সালে একই প্রার্থীকে সিংস প্রতীক নিয়ে হারান। ওই দুবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাননি। তবে এবার দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

নিক্সনের আসনে তিনি ছাড়াও ভোটে লড়বেন মো. আনোয়ার হোসেন (জাতীয় পার্টি), কাজী জাফরউল্ল্যাহ (আওয়ামী লীগ), মাকসুদ আহমেদ (তরিকত ফেডারেশন), মো. আলমগীর কবির (সুপ্রিম পার্টি) ও নাজমুন নাহার (বাংলাদেশ কংগ্রেস)।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের দিন আজ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

নিক্সন চৌধুরীর প্রতীক ‘ঈগল’

প্রকাশের সময় : ১২:১৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি প্রতীক পেয়েছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের আয়োজন করে জেলা রিটার্নিং অফিসার। এসময় ফরিদপুরের ৪ টি আসনের সংসদ সদস্য পদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর প্রস্তাবক জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. আবুল বাশার উপস্থিত থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে ঈগল প্রতীক দাবী করেন। অন্য কোন স্বতন্ত্র প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা মজিবুর রহমান চৌধুরী নিক্সনের জন্য ঈগল প্রতীক বরাদ্দ করেন।

এসময় রিটার্নিং কর্মকর্তা জানান, এখন থেকেই আপনারা নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। তবে অবশ্যই সকলে নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন। কেউ কারো বিরুদ্ধে উস্কানি মূলক কোন বক্তব্য দেয়া থেকে বিরত থাকবেন।

মুজিবুর রহমান চৌধুরী মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার বাসিন্দা। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নৌকার প্রার্থী কাজী জাফরউল্যাহকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সেবার তার নির্বাচনী প্রতীক ছিল আনারস। এরপর ২০১৮ সালে একই প্রার্থীকে সিংস প্রতীক নিয়ে হারান। ওই দুবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাননি। তবে এবার দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

নিক্সনের আসনে তিনি ছাড়াও ভোটে লড়বেন মো. আনোয়ার হোসেন (জাতীয় পার্টি), কাজী জাফরউল্ল্যাহ (আওয়ামী লীগ), মাকসুদ আহমেদ (তরিকত ফেডারেশন), মো. আলমগীর কবির (সুপ্রিম পার্টি) ও নাজমুন নাহার (বাংলাদেশ কংগ্রেস)।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের দিন আজ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।