Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

১৪ দলকে ছয় ও জাপাকে ২৬ আসনে ছাড় দিলো আ. লীগ

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত পর্যায়ে ১৪ দলীয় জোটের শরিকদের জন্য ছয়টি আসন ছেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে ২৬ আসনে। বাকি ২৬৩ আসনে নৌকা প্রতীকে লড়বেন আওয়ামী লীগের প্রার্থীরা।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের বিষয়ে দলের সিদ্ধান্ত জানাতে এসেছেন। আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে প্রথমে ২৯৮ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে। পরে ১৪ দলীয় জোটের শরিকদের ছয়টি আসন ছাড়া হয়।

বিপ্লব বড়ুয়া বলেন, জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে ২৬টি আসনে। গত সংসদেও সমপরিমাণ আসন পেয়েছিল জাতীয় পার্টি।

তিনি বলেন, আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। যাচাই-বাছাই শেষে আমাদের নিজেদের ৫টি আসনের মনোনয়ন বাতিল হয়েছে। সেসব আসন আমাদের দিক থেকে উন্মুক্ত থাকবে।

তিনি আরো বলেন, এখন আমাদের বৈধ প্রার্থীর সংখ্যা ২৯৩। আমরা মিত্রদের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছি। মিত্র হিসেবে ১৪ দলের শরিকদের মধ্যে তিনটি দলকে ছয়টি আসন দিয়েছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদে তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়ে দিয়েছি আমরা।

জাপাকে ছাড় দেওয়া হয়েছে যেসব আসনে

ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫ ও ৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ ও ৮, নারায়ণগঞ্জ-৫ আসনে।

১৪ দলের ছাড় পেয়েছেন যারা

বগুড়া-৪, রাজশাহী-২, কুষ্টিয়া-২, বরিশাল-২, পিরোজপুর-২, লক্ষীপুর-৪ আসনে। এসব আসনেও নৌকার প্রার্থী থাকবে না।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

১৪ দলকে ছয় ও জাপাকে ২৬ আসনে ছাড় দিলো আ. লীগ

প্রকাশের সময় : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত পর্যায়ে ১৪ দলীয় জোটের শরিকদের জন্য ছয়টি আসন ছেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে ২৬ আসনে। বাকি ২৬৩ আসনে নৌকা প্রতীকে লড়বেন আওয়ামী লীগের প্রার্থীরা।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের বিষয়ে দলের সিদ্ধান্ত জানাতে এসেছেন। আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে প্রথমে ২৯৮ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে। পরে ১৪ দলীয় জোটের শরিকদের ছয়টি আসন ছাড়া হয়।

বিপ্লব বড়ুয়া বলেন, জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে ২৬টি আসনে। গত সংসদেও সমপরিমাণ আসন পেয়েছিল জাতীয় পার্টি।

তিনি বলেন, আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। যাচাই-বাছাই শেষে আমাদের নিজেদের ৫টি আসনের মনোনয়ন বাতিল হয়েছে। সেসব আসন আমাদের দিক থেকে উন্মুক্ত থাকবে।

তিনি আরো বলেন, এখন আমাদের বৈধ প্রার্থীর সংখ্যা ২৯৩। আমরা মিত্রদের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছি। মিত্র হিসেবে ১৪ দলের শরিকদের মধ্যে তিনটি দলকে ছয়টি আসন দিয়েছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদে তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়ে দিয়েছি আমরা।

জাপাকে ছাড় দেওয়া হয়েছে যেসব আসনে

ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫ ও ৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ ও ৮, নারায়ণগঞ্জ-৫ আসনে।

১৪ দলের ছাড় পেয়েছেন যারা

বগুড়া-৪, রাজশাহী-২, কুষ্টিয়া-২, বরিশাল-২, পিরোজপুর-২, লক্ষীপুর-৪ আসনে। এসব আসনেও নৌকার প্রার্থী থাকবে না।