Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রিজার্ভ বেড়ে ২০.৪১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাজেট সহায়তা ঋণের ৪০ কোটি (৪০০ বিলিয়ন) ডলার পেয়েছে বাংলাদেশ। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রোববার (১৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে অনুমোদিত ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ও এডিবির ঋণের ৪০ কোটি ডলার এসেছে। গত বৃহস্পতিবার এ অর্থ রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছে। এই দুই সংস্থার ঋণ পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার হয়েছে। বিশ্বজুড়ে প্রচলিত ও বহুল ব্যবহৃত আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী, খরচ করার মতো রিজার্ভ আছে ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার।

এর আগে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হয়।

গত বৃহস্পতিবার আইএমএফের দ্বিতীয় কিস্তির ঋণের ৬৮৯.৮৩ মিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভে যুক্ত হয়। একই দিনে এডিবির ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হয়েছে।

এছাড়াও চলতি মাসে সাউথ কোরিয়া থেকে ৯০ মিলিয়নসহ বিভিন্ন সোর্সসহ মোট ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার যোগ হওয়ার কথা রয়েছে। এতে রিজার্ভে আরও স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রিজার্ভ বেড়ে ২০.৪১ বিলিয়ন ডলার

প্রকাশের সময় : ০৩:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাজেট সহায়তা ঋণের ৪০ কোটি (৪০০ বিলিয়ন) ডলার পেয়েছে বাংলাদেশ। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

রোববার (১৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে অনুমোদিত ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ও এডিবির ঋণের ৪০ কোটি ডলার এসেছে। গত বৃহস্পতিবার এ অর্থ রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছে। এই দুই সংস্থার ঋণ পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার হয়েছে। বিশ্বজুড়ে প্রচলিত ও বহুল ব্যবহৃত আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী, খরচ করার মতো রিজার্ভ আছে ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার।

এর আগে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হয়।

গত বৃহস্পতিবার আইএমএফের দ্বিতীয় কিস্তির ঋণের ৬৮৯.৮৩ মিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভে যুক্ত হয়। একই দিনে এডিবির ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা হয়েছে।

এছাড়াও চলতি মাসে সাউথ কোরিয়া থেকে ৯০ মিলিয়নসহ বিভিন্ন সোর্সসহ মোট ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার যোগ হওয়ার কথা রয়েছে। এতে রিজার্ভে আরও স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।