আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত অনুমোদন করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।
বুধবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত এক ভোটাভুটিতে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসনের পক্ষে পড়ে ২২১ ভোট, বিপক্ষে ২১২।
অভিশংসন তদন্ত ও পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব উত্থাপন ঠিক এক জিনিস নয়। তবে অভিশংসন তদন্তে বাইডেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে, পার্লামেন্টে তিনি অভিশংসনের মুখোমুখি হতে পারেন।
বাইডেনের বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তিনি ঘুষ গ্রহণ করেছেন। নানা দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।
বাইডেনের বিরুদ্ধে এসব অভিযোগ খতিয়ে দেখার জন্য এখন একটি বিশেষ কমিটি করবে প্রতিনিধি পরিষদ। বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের আন্তর্জাতিক ব্যবসায়িক লেনদেন থেকে অসাধু উপায়ে লাভবান হয়েছেন কি না, তদন্তে তা যাচাই করে দেখবে।
তবে এসব বিষয়ে তিন মাস আগে রিপাবলিকানরা অনানুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত তারা কোনো প্রমাণ হাজির করতে পারেনি।
তাই বাইডেনের ঘুষগ্রহণ ও দুর্নীতির তেমন কোনো তথ্য-উপাত্ত নেই দাবি করে প্রতিনিধি পরিষদের অভিশংসন তদন্তের প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে হোয়াইট হাউস।
এদিকে বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এ নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসিত হয়েছিলেন। তার বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা চলছে। দেশটির আর কোনো সাবেক প্রেসিডেন্ট এত ফৌজদারি মামলার মুখে পড়েননি। নিজের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন ট্রাম্প।