Dhaka রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

নিজস্ব প্রতিবেদক : 

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে বাদ দিয়ে জাতীয় নির্বাচনের ভোটের লড়াইয়ে নেমেছে তার দল জাতীয় পার্টি (জাপা)। আলোচনায় রয়েছে দলটির সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট ও আসন সমঝোতার বিষয়। তবে চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে নির্বাচনে যাওয়া জাপার সঙ্গে জোট না করতে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে এই অনুরোধ করেন জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী।

বৈঠক শেষে গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাঙ্গা। তিনি বলেন, নির্বাচন নিয়ে জিএম কাদেরের কর্মকাণ্ডে আমাদের সমর্থন নেই। তিনি জোর করে জাতীয় পার্টি দখল করেছেন। তাই জাতীয় পার্টির সঙ্গে যেন কোনো জোট না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন এরশাদ।

তিনি আরো বলেন, আমরা তাদের (জিএম কাদেরের নেতৃত্ব) সাথে নাই। আমাদের নেত্রী বলেছেন (প্রধানমন্ত্রীকে), আমরা যেহেতু তাদের সাথে নাই, তারা তাদের মতো নির্বাচন করুক, নির্বাচন উৎসবমুখর হোক। তবে যদি জোট করতে হয়, আমাদের সঙ্গে আলাপ করে করবেন, কারণ আমরা জোটের ভাগিদার।

মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, দলের আড়াই থেকে তিনশ’ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয় সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন উনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

সাক্ষাৎ শেষে গণভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে, জাতীয় পার্টির প্রতি সমর্থন কেন থাকবে।

রওশন এরশাদ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্বাচন, জাতীয় পার্টির চেয়ারম্যান, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাননি তিনি।

এসময় সাংবাদিকরা তার কাছে জানতে চান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে। এতে তার সমর্থন আছে কি না- এর উত্তরে তিনি বলেন, আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে, সমর্থন কেন থাকবে।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণভবনে যান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা এমপি, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সারাদেশের সব পোশাক কারখানা ৫ আগস্ট বন্ধ

জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

প্রকাশের সময় : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে বাদ দিয়ে জাতীয় নির্বাচনের ভোটের লড়াইয়ে নেমেছে তার দল জাতীয় পার্টি (জাপা)। আলোচনায় রয়েছে দলটির সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট ও আসন সমঝোতার বিষয়। তবে চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে নির্বাচনে যাওয়া জাপার সঙ্গে জোট না করতে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে এই অনুরোধ করেন জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী।

বৈঠক শেষে গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাঙ্গা। তিনি বলেন, নির্বাচন নিয়ে জিএম কাদেরের কর্মকাণ্ডে আমাদের সমর্থন নেই। তিনি জোর করে জাতীয় পার্টি দখল করেছেন। তাই জাতীয় পার্টির সঙ্গে যেন কোনো জোট না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন রওশন এরশাদ।

তিনি আরো বলেন, আমরা তাদের (জিএম কাদেরের নেতৃত্ব) সাথে নাই। আমাদের নেত্রী বলেছেন (প্রধানমন্ত্রীকে), আমরা যেহেতু তাদের সাথে নাই, তারা তাদের মতো নির্বাচন করুক, নির্বাচন উৎসবমুখর হোক। তবে যদি জোট করতে হয়, আমাদের সঙ্গে আলাপ করে করবেন, কারণ আমরা জোটের ভাগিদার।

মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, দলের আড়াই থেকে তিনশ’ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয় সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন উনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

সাক্ষাৎ শেষে গণভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে, জাতীয় পার্টির প্রতি সমর্থন কেন থাকবে।

রওশন এরশাদ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্বাচন, জাতীয় পার্টির চেয়ারম্যান, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাননি তিনি।

এসময় সাংবাদিকরা তার কাছে জানতে চান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে। এতে তার সমর্থন আছে কি না- এর উত্তরে তিনি বলেন, আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে, সমর্থন কেন থাকবে।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণভবনে যান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা এমপি, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ।