Dhaka রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আবারো মেসি-রোনালদো দ্বৈরথ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দুজন এখন দুই মেরুতে বলা যায়। অথচ একটা সময়ে তাদের দ্বৈরথ দেখার জন্যই বুদ হয়ে থাকতেন ফুটবলপ্রেমীরা। কে কাকে ছাড়িয়ে যাবেন তা নিয়ে প্রতি মৌসুমেই চলত প্রতিন্দ্বন্দ্বিতা। কিন্তু এখন তা অতীত হয়ে দাঁড়িয়েছে। দুজনেই ইউরোপ ছেড়ে চলে যাওয়ায় সেই দ্বৈরথের ইতি টেনে ফেলেছেন অনেকেই। কিন্তু আজ ভোরেই ফুটবলপ্রেমীদের সুসংবাদ দিল ইন্টার মায়ামি। সবকিছু ঠিক থাকলেও আবারও মেসি-রোনালদো দ্বৈরথ।

ইউরোপ ছেড়ে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। তার দারুণ পারফরম্যান্সে লিগস শিরোপা ঘরে তোলে ক্লাবটি। নতুন মৌসুমের প্রস্তুতির জন্য আগামী বছরের শুরুতে সৌদি আরবে দুটি ম্যাচ খেলবে তারা। এটি তাদের প্রথম আন্তর্জাতিক সফর।

সৌদি আরবে দুটি ম্যাচের মধ্যে একটি ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে। আগামী ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ১২টায় রিয়াদের কিংডম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর দুই দিন আগে একই ভেন্যুতে নেইমারের আল হিলালের মুখোমুখি হবেন মেসিরা।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে সফর প্রসঙ্গে মায়ামির প্রধান বিজনেস অফিসার জাভিয়ের আসেনসি বলেছেন, এটা ফুটবল পাগল সমর্থকদের সঙ্গে স্থায়ী সম্পর্ক তৈরি করার বড় একটা সুযোগ। সৌদি আরবের নতুন সমর্থকদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য আমরা রোমাঞ্চিত। এই ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা নেবে, যেটা নতুন মৌসুমে আমাদের কৌশল ঠিক করতে ভূমিকা রাখবে। আমরা আমাদের গ্রুপের দুই ম্যাচ আল নাসর-আল হিলালের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।

ইন্টার মায়ামি জানিয়েছে, আল নাসেরের সঙ্গে ম্যাচের আগে ২৯ জানুয়ারি সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে একটি ম্যাচ খেলবে মায়ামি। নেইমারদের আল হিলালের বিপক্ষে মেসি-বুসকেটসরা খেলবেন রিয়াদের কিংডম অ্যারেনায়। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। চোটাক্রান্ত ব্রাজিলীয় তারকা নেইমারের সেদিন খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

ইন্টার মায়ামির ক্রীড়া পরিচালক ক্রিস হেন্ডারসন বলেছেন, ‘এই ম্যাচগুলো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা আমাদের নতুন মৌসুমে উপকৃত করবে। আল হিলাল এবং আল নাসেরের মতো দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত এবং ম্যাচে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছি।’

সবশেষ গত জানুয়ারিতে রিয়াদ অলস্টার ও পিএসজির মধ্যকার ম্যাচে মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনালদো। জাতীয় দল এবং ক্লাব সব মিলিয়ে মোট ৩৫ বার মেসি-রোনালদো দ্বৈরথ দেখেছিল ফুটবলপ্রেমীরা। এর মধ্যে ১৬ বার জিতেছে মেসির দল। অপরদিকে ১০টিতে জিতেছে রোনালদোর দল। আর বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছিল।

মেসি ও রোনালদো ক্যারিয়ারে ৩৫ বার পরস্পরের মুখোমুখি হয়েছেন। সেখানে মেসির জয় ১৬টি, রোনালদোর ১০টি। বাকি ৯ ম্যাচ শেষ হয়েছে সমতায়। মুখোমুখি লড়াইয়ে মেসির গোল ২১টি, গোলে সহায়তা করেছেন ১২টি। রোনালদোর গোল ২০টি, গোলে সহায়তা একটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আবারো মেসি-রোনালদো দ্বৈরথ

প্রকাশের সময় : ০২:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

দুজন এখন দুই মেরুতে বলা যায়। অথচ একটা সময়ে তাদের দ্বৈরথ দেখার জন্যই বুদ হয়ে থাকতেন ফুটবলপ্রেমীরা। কে কাকে ছাড়িয়ে যাবেন তা নিয়ে প্রতি মৌসুমেই চলত প্রতিন্দ্বন্দ্বিতা। কিন্তু এখন তা অতীত হয়ে দাঁড়িয়েছে। দুজনেই ইউরোপ ছেড়ে চলে যাওয়ায় সেই দ্বৈরথের ইতি টেনে ফেলেছেন অনেকেই। কিন্তু আজ ভোরেই ফুটবলপ্রেমীদের সুসংবাদ দিল ইন্টার মায়ামি। সবকিছু ঠিক থাকলেও আবারও মেসি-রোনালদো দ্বৈরথ।

ইউরোপ ছেড়ে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। তার দারুণ পারফরম্যান্সে লিগস শিরোপা ঘরে তোলে ক্লাবটি। নতুন মৌসুমের প্রস্তুতির জন্য আগামী বছরের শুরুতে সৌদি আরবে দুটি ম্যাচ খেলবে তারা। এটি তাদের প্রথম আন্তর্জাতিক সফর।

সৌদি আরবে দুটি ম্যাচের মধ্যে একটি ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে। আগামী ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ১২টায় রিয়াদের কিংডম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর দুই দিন আগে একই ভেন্যুতে নেইমারের আল হিলালের মুখোমুখি হবেন মেসিরা।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে সফর প্রসঙ্গে মায়ামির প্রধান বিজনেস অফিসার জাভিয়ের আসেনসি বলেছেন, এটা ফুটবল পাগল সমর্থকদের সঙ্গে স্থায়ী সম্পর্ক তৈরি করার বড় একটা সুযোগ। সৌদি আরবের নতুন সমর্থকদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য আমরা রোমাঞ্চিত। এই ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা নেবে, যেটা নতুন মৌসুমে আমাদের কৌশল ঠিক করতে ভূমিকা রাখবে। আমরা আমাদের গ্রুপের দুই ম্যাচ আল নাসর-আল হিলালের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।

ইন্টার মায়ামি জানিয়েছে, আল নাসেরের সঙ্গে ম্যাচের আগে ২৯ জানুয়ারি সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে একটি ম্যাচ খেলবে মায়ামি। নেইমারদের আল হিলালের বিপক্ষে মেসি-বুসকেটসরা খেলবেন রিয়াদের কিংডম অ্যারেনায়। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। চোটাক্রান্ত ব্রাজিলীয় তারকা নেইমারের সেদিন খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

ইন্টার মায়ামির ক্রীড়া পরিচালক ক্রিস হেন্ডারসন বলেছেন, ‘এই ম্যাচগুলো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা আমাদের নতুন মৌসুমে উপকৃত করবে। আল হিলাল এবং আল নাসেরের মতো দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত এবং ম্যাচে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছি।’

সবশেষ গত জানুয়ারিতে রিয়াদ অলস্টার ও পিএসজির মধ্যকার ম্যাচে মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনালদো। জাতীয় দল এবং ক্লাব সব মিলিয়ে মোট ৩৫ বার মেসি-রোনালদো দ্বৈরথ দেখেছিল ফুটবলপ্রেমীরা। এর মধ্যে ১৬ বার জিতেছে মেসির দল। অপরদিকে ১০টিতে জিতেছে রোনালদোর দল। আর বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছিল।

মেসি ও রোনালদো ক্যারিয়ারে ৩৫ বার পরস্পরের মুখোমুখি হয়েছেন। সেখানে মেসির জয় ১৬টি, রোনালদোর ১০টি। বাকি ৯ ম্যাচ শেষ হয়েছে সমতায়। মুখোমুখি লড়াইয়ে মেসির গোল ২১টি, গোলে সহায়তা করেছেন ১২টি। রোনালদোর গোল ২০টি, গোলে সহায়তা একটি।