Dhaka শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল এলাকায় দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরো পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে পূর্বাচল ৩০০ ফুট সড়কের ভূইয়া বাড়ি ব্রিজ এলাকায় যাত্রীবাহী দুই প্রাইভেটকারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের তিনশ ফুট সড়কের ভুঁইয়া বাড়ির ব্রিজ এলাকায় দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই একজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যায়। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানাতে পারেননি তিনি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ

রূপগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

প্রকাশের সময় : ১২:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল এলাকায় দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরো পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে পূর্বাচল ৩০০ ফুট সড়কের ভূইয়া বাড়ি ব্রিজ এলাকায় যাত্রীবাহী দুই প্রাইভেটকারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের তিনশ ফুট সড়কের ভুঁইয়া বাড়ির ব্রিজ এলাকায় দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই একজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যায়। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানাতে পারেননি তিনি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।