Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খোলামেলা পোশাকে শাকিবের ‘প্রিয়তমা’, দিলেন নেটিজেনরা জবাব

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • ২১৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পালের গেল ঈদুল আজহায় বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ নামের সেই ছবিতে ইধিকার অভিনয় সবার মন জয় করে নেয়। ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তির পর এই নায়িকা সবার ‘প্রিয়তমা’ হয়ে ওঠেন। ছবি মুক্তির পর ইধিকা যেখানে গেছেন, প্রিয়তমা হিসেবে ভালোবাসা পেয়েছেন।

শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসতে না আসতেই ইধিকা পালের ফেসবুক ও ইনস্টাগ্রামের অনুসারী বাড়তে থাকে। বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে তা জানিয়েছেনও। শাকিব খানের ভক্তরাও নিয়মিত অনুসরণ করেন এই নায়িকাকে।

ছবিটি ভাগ্য বদলে দিয়েছে তার। শাকিবের বদৌলতে এখন টলিউডের সিনেমায়ও ডাক পাচ্ছেন তিনি। তবে সমালোচনা পিছু ছাড়ছে না তার। গত মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে খোলামেলা ছবি দিয়ে হয়েছেন সমালোচনার শিকার। নেটাগরিকদের কটাক্ষে চুপ থাকেননি ইধিকা। দিয়েছেন পাল্টা জবাব।

স্বচ্ছ জল পাথরের গা ছুঁয়ে গড়িয়ে চলছে। কুয়াশা নামার কারণে দৃষ্টি অল্পতে সীমাবদ্ধ। জল ছুঁয়ে দেওয়া পাথে ওপরে দাঁড়ানো অভিনেত্রী ইধিকা পাল। তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। বিন্দু বিন্দু শিশির নেমে বাসা বাঁধছে সেই চুলে। কাজল মাখা চোখের দৃষ্টি থেমেছে অজানায়।

ইধিকার পরনে লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজ। ওড়না কিংবা দোপাট্টাবিহীন ইধিকার এই লুক ফ্রেমবন্দি করেছেন কলকাতার চিত্রগ্রাহক তথাগত ঘোষ। ওপার বাংলার আলোচিত এই ফটোগ্রাফার এসব ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সবকিছু ঠিকই ছিল। কিন্তু নেটিজেনদের অনেকে খোলামেলা পোশাকে ইধিকাকে দেখে কটাক্ষ করে মন্তব্য করছেন। কেউ কেউ ‘নোংরা’ কথা বলতেও দ্বিধা করছেন না।

ইধিকা পালের ইনস্টাগ্রামে চারটি স্থিরচিত্র পোস্ট হয়। এই ছবিগুলো নজরে এসেছে ভক্তদেরও। বেশির ভাগ মন্তব্য ইধিকার বিপরীতে গেছে। কান্নার ইমোজি দিয়ে সুমন নামের একজন লিখেছেন, ‘আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তমা হিসেবে দেখতে চেয়েছি।’ প্রিয়া দেবনাথ লিখেছেন, ‘এইগুলো আশা করিনি তোমার থেকে।’ পাখি মন্ডল নামের আরেকজন লিখেছেন, ‘এসব ড্রেস পরলে ভালো লাগছে না তোমাকে। তুমি এমনিতেই সুন্দর, তাই এ রকম ড্রেস পরো না দিদিভাই।’ ইধিকাকে মেনশন করে নাজি ইসলাম নামের একজন লিখেছেন, ‘এত ভালো ভাবছি, এত পছন্দের অভিনেত্রী ছিলেন। অবাক। আপনার পোশাকের জন্যই আপনাকে ভালো লাগত।’

এতশত কটাক্ষ এবং অভিমানের মাঝে কেউ আবার তুলে এনেছেন সেই ভাইরাল সংলাপ, “So beautiful so elegant just looking like a wow।”

ইধিকা পাল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রিমলি’র হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি। পরবর্তী সময়ে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’তে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয়গুণে তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের। ‘পিলু’ শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি অভিনেত্রীকে। নিজের দেশে ইধিকার ছোট পর্দা থেকে বড় বড় পর্দায় অভিষেক হয়নি। বাংলাদেশে শাকিব খানের বিপরীতে তাঁর অভিষেক হয় রাজকীয়। ২০২০ সালে টেলিভিশন ক্যারিয়ার শুরু করে মাত্র তিন বছরের মাথায় বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি হওয়াতে ভারতীয়রা অবাক হয়েছিলেন।

‘প্রিয়তমা’ মুক্তির আগে কলকাতায় ইধিকার সেভাবে ভক্তকুলও গড়ে ওঠেনি। তবে ‘প্রিয়তমা’ মুক্তির পর সব হিসাব বদলে গেছে। ফেসবুক পেজে মাত্র ৩০ হাজার অনুসারী থেকে আড়াই লাখের কাছাকাছি এখন। ইনস্টাগ্রামেও এখন ১ লাখ ৬৭ হাজার অনুসারী রয়েছেন।

‘প্রিয়তমা’ মুক্তির পর নতুন বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ইধিকা। বাংলাদেশের শরিফুল রাজের বিপরীতেও তাঁকে দেখা যাওয়ার কথা রয়েছে। সম্প্রতি কলকাতার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতেও একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর এসেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

খোলামেলা পোশাকে শাকিবের ‘প্রিয়তমা’, দিলেন নেটিজেনরা জবাব

প্রকাশের সময় : ১০:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পালের গেল ঈদুল আজহায় বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ নামের সেই ছবিতে ইধিকার অভিনয় সবার মন জয় করে নেয়। ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তির পর এই নায়িকা সবার ‘প্রিয়তমা’ হয়ে ওঠেন। ছবি মুক্তির পর ইধিকা যেখানে গেছেন, প্রিয়তমা হিসেবে ভালোবাসা পেয়েছেন।

শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসতে না আসতেই ইধিকা পালের ফেসবুক ও ইনস্টাগ্রামের অনুসারী বাড়তে থাকে। বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে তা জানিয়েছেনও। শাকিব খানের ভক্তরাও নিয়মিত অনুসরণ করেন এই নায়িকাকে।

ছবিটি ভাগ্য বদলে দিয়েছে তার। শাকিবের বদৌলতে এখন টলিউডের সিনেমায়ও ডাক পাচ্ছেন তিনি। তবে সমালোচনা পিছু ছাড়ছে না তার। গত মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে খোলামেলা ছবি দিয়ে হয়েছেন সমালোচনার শিকার। নেটাগরিকদের কটাক্ষে চুপ থাকেননি ইধিকা। দিয়েছেন পাল্টা জবাব।

স্বচ্ছ জল পাথরের গা ছুঁয়ে গড়িয়ে চলছে। কুয়াশা নামার কারণে দৃষ্টি অল্পতে সীমাবদ্ধ। জল ছুঁয়ে দেওয়া পাথে ওপরে দাঁড়ানো অভিনেত্রী ইধিকা পাল। তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। বিন্দু বিন্দু শিশির নেমে বাসা বাঁধছে সেই চুলে। কাজল মাখা চোখের দৃষ্টি থেমেছে অজানায়।

ইধিকার পরনে লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজ। ওড়না কিংবা দোপাট্টাবিহীন ইধিকার এই লুক ফ্রেমবন্দি করেছেন কলকাতার চিত্রগ্রাহক তথাগত ঘোষ। ওপার বাংলার আলোচিত এই ফটোগ্রাফার এসব ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সবকিছু ঠিকই ছিল। কিন্তু নেটিজেনদের অনেকে খোলামেলা পোশাকে ইধিকাকে দেখে কটাক্ষ করে মন্তব্য করছেন। কেউ কেউ ‘নোংরা’ কথা বলতেও দ্বিধা করছেন না।

ইধিকা পালের ইনস্টাগ্রামে চারটি স্থিরচিত্র পোস্ট হয়। এই ছবিগুলো নজরে এসেছে ভক্তদেরও। বেশির ভাগ মন্তব্য ইধিকার বিপরীতে গেছে। কান্নার ইমোজি দিয়ে সুমন নামের একজন লিখেছেন, ‘আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তমা হিসেবে দেখতে চেয়েছি।’ প্রিয়া দেবনাথ লিখেছেন, ‘এইগুলো আশা করিনি তোমার থেকে।’ পাখি মন্ডল নামের আরেকজন লিখেছেন, ‘এসব ড্রেস পরলে ভালো লাগছে না তোমাকে। তুমি এমনিতেই সুন্দর, তাই এ রকম ড্রেস পরো না দিদিভাই।’ ইধিকাকে মেনশন করে নাজি ইসলাম নামের একজন লিখেছেন, ‘এত ভালো ভাবছি, এত পছন্দের অভিনেত্রী ছিলেন। অবাক। আপনার পোশাকের জন্যই আপনাকে ভালো লাগত।’

এতশত কটাক্ষ এবং অভিমানের মাঝে কেউ আবার তুলে এনেছেন সেই ভাইরাল সংলাপ, “So beautiful so elegant just looking like a wow।”

ইধিকা পাল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রিমলি’র হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি। পরবর্তী সময়ে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’তে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয়গুণে তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের। ‘পিলু’ শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি অভিনেত্রীকে। নিজের দেশে ইধিকার ছোট পর্দা থেকে বড় বড় পর্দায় অভিষেক হয়নি। বাংলাদেশে শাকিব খানের বিপরীতে তাঁর অভিষেক হয় রাজকীয়। ২০২০ সালে টেলিভিশন ক্যারিয়ার শুরু করে মাত্র তিন বছরের মাথায় বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি হওয়াতে ভারতীয়রা অবাক হয়েছিলেন।

‘প্রিয়তমা’ মুক্তির আগে কলকাতায় ইধিকার সেভাবে ভক্তকুলও গড়ে ওঠেনি। তবে ‘প্রিয়তমা’ মুক্তির পর সব হিসাব বদলে গেছে। ফেসবুক পেজে মাত্র ৩০ হাজার অনুসারী থেকে আড়াই লাখের কাছাকাছি এখন। ইনস্টাগ্রামেও এখন ১ লাখ ৬৭ হাজার অনুসারী রয়েছেন।

‘প্রিয়তমা’ মুক্তির পর নতুন বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ইধিকা। বাংলাদেশের শরিফুল রাজের বিপরীতেও তাঁকে দেখা যাওয়ার কথা রয়েছে। সম্প্রতি কলকাতার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতেও একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর এসেছে।