বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদন্ডাদেশ পাওয়া আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা বলেছেন, কারাগারে মিন্নিকে এক নির্জন কক্ষে রাখা হয়েছে। মেয়েটা সেখানে কান্নাকাটি করছে।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেনের দাবি, মিন্নি নির্দোষ। একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে তার মেয়েকে এ মামলায় ফাঁসিয়েছে। একটি প্রভাবশালী মহলকে আড়াল করার জন্যই তার মেয়েকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরও পড়ুন : মাস্টারমাইন্ড মিন্নি : রিফাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
তিনি বলেন, সকাল ১০টার দিকে কারাগার থেকে মিন্নি আমার ও আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছে। সে খুব কান্নাকাটি করেছে। কারাগারে মিন্নি ভালো নেই। তাকে একা একটি নির্জন কক্ষে রাখা হয়েছে।
এদিকে রিফাত শরীফ হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি নিয়ে হাইকোর্টে এসেছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্টে আসেন তিনি।