Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চুক্তি ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই কোচের অধীনে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করায় বাফুফে হ্যাভিয়েরের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করেছে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত তিনি জামাল ভূঁইয়াদের কোচ থাকবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের অন্যতম সহ-সভাপতি এবং জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

কোচের চুক্তি নবায়ন সম্পর্কে বাফুফের এই কর্মকর্তা বলেন, দুই পক্ষের আলোচনা ও সম্মতির ভিত্তিতে চুক্তি নবায়ন হয়েছে। একইসঙ্গে তার দাবি এবং পারফরম্যান্স পর্যালোচনা করে সম্মানী আগের চেয়ে কিছুটা বেড়েছে।

হ্যাভিয়ের ক্যাবরেরা ২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নেন। তার সঙ্গে বাফুফের প্রথম চুক্তি ছিল ১১ মাসের। প্রথম চুক্তিতে দুই পক্ষ সন্তুষ্ট হওয়ায় হ্যাভিয়েরের মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়। পরবর্তীতে দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার আগেই দুই পক্ষ আরও এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। তবে গত বছর চুক্তি বৃদ্ধির সময় বাফুফে হ্যাভিয়েরের বেতন বাড়ায়নি। ফলে প্রথম চুক্তিতে উল্লেখিত বেতনই পেয়ে আসছিলেন তিনি।

এবার সাফ এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হ্যাভিয়েরের অধীনে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করেছে। এজন্য তিনি প্রায় দ্বিগুণ অর্থ দাবি করেছিলেন। গত কয়েক দিন দুই পক্ষের মধ্যে বেতন নিয়েই মূলত দর কষাকষি হয়েছে। দুই পক্ষ মাঝামাঝি অবস্থানে আসায় সম্পাদন হয়েছে চুক্তি।

জাতীয় দলের কোচ নিয়োগে জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়। এবার কোচের চুক্তির নবায়নের ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো সভা হয়নি। বেতন বৃদ্ধির বিষয়টি ফেডারেশন সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণে জাতীয় দল কমিটির অন্য সদস্যরা চুক্তি নবায়নের বিষয়ে অজ্ঞাত।

দ্বিতীয় মেয়াদে ক্যাবরেরার বেতন ছিল সাড়ে ৮ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৩৫ হাজার টাকা)। তৃতীয় বছর থাকতে তিনি দাবি করেছিলেন প্রায় দ্বিগুণ, ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় সাড়ে ১৬ লাখ টাকা)।

দর কষাকষির পর সেটা সাড়ে ১৩ হাজার মার্কিন ডলারে (প্রায় ১৪ লাখ ৩০ হাজার টাকা) নির্ধারণ হয়েছে বলেই নিশ্চিত করেছে বাফুফের একটি সূত্র। অর্থাৎ পাঁচ হাজার মার্কিন ডলার বেতন বাড়িয়ে আরো এক বছরের জন্য লাল-সবুজ জার্সিধারীদের ডাগআউটে থাকছেন ৩৯ বছর বয়সী এই কোচ।

জাতীয় দলের পাশাপাশি গত হাংজু এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের ডাগআউটও সামলিয়েছিলেন ক্যাবরেরা। সেপ্টেম্বর-অক্টোবর হওয়া ওই গেমসে বাংলাদেশ তিন ম্যাচের দুটি হেরেছিল ভারত ও মিয়ানমারের বিপক্ষে। শেষ ম্যাচে গোলশূন্য রুখে দিয়েছিল স্বাগতিক চীনকে।

কেবল জয়-পরাজয়ের ভিত্তিতেই ক্যাবরেরার পারফরম্যান্স মূল্যায়ন করেনি বাফুফে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের ফুটবলের চিত্রটা বদলে যাওয়াকে।

ক্যাবরেরার অধীনে ফুটবলারদের মানসিকতার যে ইতিবাচক পরিবর্তন হয়েছে, সেটাই বড় করে দেখেছে বাফুফে। এক সময় বাংলাদেশ শেষ দিকে গোল খেয়ে হয় ম্যাচ হারতো না হয় ড্র করতো। এখন বাংলাদেশ পিছিয়ে পড়া ম্যাচেও প্রত্যাবর্তন করছে দারুণভাবে। এখন বাংলাদেশ ম্যাচের আগেই হেরে যায় না। মাঠে বুক চিতিয়ে কিভাবে খেলতে হয় সে মন্ত্রটা জামাল ভূঁইয়াদের রপ্ত করিয়েছেন ক্যাবরেরা।

১৮ ডিসেম্বর শেষ হবে স্বাধীনতা কাপ। তারপর ২২ ডিসেম্বর শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। জাতীয় নির্বাচনের কারণে প্রিমিয়ার লিগ বন্ধ থাকবে দুই সপ্তাহ। যে কারণে এই ফাঁকে ছুটি কাটাতে গেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে দেশে নয়, কোচ তার পরিবারসহ গেছেন দক্ষিণ কোরিয়ায়। ফিরবেন জাতীয় নির্বাচনের পর।

একজন পেশাদার কোচ সাফল্য এনে দিয়ে বেতন বাড়িয়ে নেবেন, সেটাই স্বাভাবিক। প্রথম বছর ভালো কিছু করতে পারেননি বলে টাকা-পয়সা নিয়ে টুঁ-শব্দ করেননি এই স্প্যানিশ।

তারপরও বাফুফে তাকে ৫০০ মার্কিন ডলার বাড়িয়ে বেতন ৮ থেকে সাড়ে ৮ হাজার ডলার করেছিল। এবার চারিদিক থেকে হাততালি পেয়ে প্রায় দ্বিগুণ বেতন দাবি করে বসেছিলেন। দাবির পুরোটা পূরণ করেনি বাফুফে। তবে যা বৃদ্ধি পেয়েছে, তাও অনেক। দেখা যাক, ২০২৪ সাল কেমন কাটে ক্যাবরেরার বাংলাদেশের!

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে

প্রকাশের সময় : ০৩:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চুক্তি ছিল চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই কোচের অধীনে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করায় বাফুফে হ্যাভিয়েরের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করেছে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত তিনি জামাল ভূঁইয়াদের কোচ থাকবেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের অন্যতম সহ-সভাপতি এবং জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

কোচের চুক্তি নবায়ন সম্পর্কে বাফুফের এই কর্মকর্তা বলেন, দুই পক্ষের আলোচনা ও সম্মতির ভিত্তিতে চুক্তি নবায়ন হয়েছে। একইসঙ্গে তার দাবি এবং পারফরম্যান্স পর্যালোচনা করে সম্মানী আগের চেয়ে কিছুটা বেড়েছে।

হ্যাভিয়ের ক্যাবরেরা ২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নেন। তার সঙ্গে বাফুফের প্রথম চুক্তি ছিল ১১ মাসের। প্রথম চুক্তিতে দুই পক্ষ সন্তুষ্ট হওয়ায় হ্যাভিয়েরের মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়। পরবর্তীতে দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার আগেই দুই পক্ষ আরও এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। তবে গত বছর চুক্তি বৃদ্ধির সময় বাফুফে হ্যাভিয়েরের বেতন বাড়ায়নি। ফলে প্রথম চুক্তিতে উল্লেখিত বেতনই পেয়ে আসছিলেন তিনি।

এবার সাফ এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হ্যাভিয়েরের অধীনে বাংলাদেশ ভালো পারফরম্যান্স করেছে। এজন্য তিনি প্রায় দ্বিগুণ অর্থ দাবি করেছিলেন। গত কয়েক দিন দুই পক্ষের মধ্যে বেতন নিয়েই মূলত দর কষাকষি হয়েছে। দুই পক্ষ মাঝামাঝি অবস্থানে আসায় সম্পাদন হয়েছে চুক্তি।

জাতীয় দলের কোচ নিয়োগে জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়। এবার কোচের চুক্তির নবায়নের ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো সভা হয়নি। বেতন বৃদ্ধির বিষয়টি ফেডারেশন সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণে জাতীয় দল কমিটির অন্য সদস্যরা চুক্তি নবায়নের বিষয়ে অজ্ঞাত।

দ্বিতীয় মেয়াদে ক্যাবরেরার বেতন ছিল সাড়ে ৮ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৩৫ হাজার টাকা)। তৃতীয় বছর থাকতে তিনি দাবি করেছিলেন প্রায় দ্বিগুণ, ১৫ হাজার মার্কিন ডলার (প্রায় সাড়ে ১৬ লাখ টাকা)।

দর কষাকষির পর সেটা সাড়ে ১৩ হাজার মার্কিন ডলারে (প্রায় ১৪ লাখ ৩০ হাজার টাকা) নির্ধারণ হয়েছে বলেই নিশ্চিত করেছে বাফুফের একটি সূত্র। অর্থাৎ পাঁচ হাজার মার্কিন ডলার বেতন বাড়িয়ে আরো এক বছরের জন্য লাল-সবুজ জার্সিধারীদের ডাগআউটে থাকছেন ৩৯ বছর বয়সী এই কোচ।

জাতীয় দলের পাশাপাশি গত হাংজু এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের ডাগআউটও সামলিয়েছিলেন ক্যাবরেরা। সেপ্টেম্বর-অক্টোবর হওয়া ওই গেমসে বাংলাদেশ তিন ম্যাচের দুটি হেরেছিল ভারত ও মিয়ানমারের বিপক্ষে। শেষ ম্যাচে গোলশূন্য রুখে দিয়েছিল স্বাগতিক চীনকে।

কেবল জয়-পরাজয়ের ভিত্তিতেই ক্যাবরেরার পারফরম্যান্স মূল্যায়ন করেনি বাফুফে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের ফুটবলের চিত্রটা বদলে যাওয়াকে।

ক্যাবরেরার অধীনে ফুটবলারদের মানসিকতার যে ইতিবাচক পরিবর্তন হয়েছে, সেটাই বড় করে দেখেছে বাফুফে। এক সময় বাংলাদেশ শেষ দিকে গোল খেয়ে হয় ম্যাচ হারতো না হয় ড্র করতো। এখন বাংলাদেশ পিছিয়ে পড়া ম্যাচেও প্রত্যাবর্তন করছে দারুণভাবে। এখন বাংলাদেশ ম্যাচের আগেই হেরে যায় না। মাঠে বুক চিতিয়ে কিভাবে খেলতে হয় সে মন্ত্রটা জামাল ভূঁইয়াদের রপ্ত করিয়েছেন ক্যাবরেরা।

১৮ ডিসেম্বর শেষ হবে স্বাধীনতা কাপ। তারপর ২২ ডিসেম্বর শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। জাতীয় নির্বাচনের কারণে প্রিমিয়ার লিগ বন্ধ থাকবে দুই সপ্তাহ। যে কারণে এই ফাঁকে ছুটি কাটাতে গেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে দেশে নয়, কোচ তার পরিবারসহ গেছেন দক্ষিণ কোরিয়ায়। ফিরবেন জাতীয় নির্বাচনের পর।

একজন পেশাদার কোচ সাফল্য এনে দিয়ে বেতন বাড়িয়ে নেবেন, সেটাই স্বাভাবিক। প্রথম বছর ভালো কিছু করতে পারেননি বলে টাকা-পয়সা নিয়ে টুঁ-শব্দ করেননি এই স্প্যানিশ।

তারপরও বাফুফে তাকে ৫০০ মার্কিন ডলার বাড়িয়ে বেতন ৮ থেকে সাড়ে ৮ হাজার ডলার করেছিল। এবার চারিদিক থেকে হাততালি পেয়ে প্রায় দ্বিগুণ বেতন দাবি করে বসেছিলেন। দাবির পুরোটা পূরণ করেনি বাফুফে। তবে যা বৃদ্ধি পেয়েছে, তাও অনেক। দেখা যাক, ২০২৪ সাল কেমন কাটে ক্যাবরেরার বাংলাদেশের!