Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে দম্পতির মৃত্যু

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে সাগরে গোসলে নেমে লাশ হলেন স্বামী-স্ত্রী। তাদের লাশ উদ্ধার করেছে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

নিহত আবুল কাসেম বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সাবিকুন নাহার সুমা।

হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী বলেন, শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ এ তারা দুজন আমাদের ৩২৭ নম্বর কক্ষটি ভাড়া নেন। রোববার (৩ ডিসেম্বর) সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পরে শুনি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সকাল সোয়া ১০টার দিকে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করেন। তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ বিষয়ে বিশদভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে দম্পতির মৃত্যু

প্রকাশের সময় : ০৪:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

কক্সবাজার জেলা প্রতিনিধি : 

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে সাগরে গোসলে নেমে লাশ হলেন স্বামী-স্ত্রী। তাদের লাশ উদ্ধার করেছে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

নিহত আবুল কাসেম বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সাবিকুন নাহার সুমা।

হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী বলেন, শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ এ তারা দুজন আমাদের ৩২৭ নম্বর কক্ষটি ভাড়া নেন। রোববার (৩ ডিসেম্বর) সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পরে শুনি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সকাল সোয়া ১০টার দিকে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করেন। তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ বিষয়ে বিশদভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।