Dhaka রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পার্থে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন ওয়ার্নার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ১৯২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আগেই জানিয়েছিলেন ঘরের মাঠে পাকিস্তান সিরিজকেই নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ হিসেবে বেছে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এবার সেই সুযোগটা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু ফর্ম পক্ষে নেই অনেকদিন ধরেই। তাই এই সিরিজে ওয়ার্নারের সুযোগ পাওয়াই ছিল শঙ্কার মুখে। তবে অনিশ্চয়তা কাটিয়ে ডেভিড ওয়ার্নারকে শেষের শুরুর সুযোগ করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্থ টেস্টের ১৪ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপটা ব্যাট হাতে দুর্দান্ত কেটেছে ওয়ার্নারের। তবে বেশ কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে নিজেকে আর মেলে ধরতে পারছিলেন না তিনি। ২০১৯-২০ মৌসুমের পর থেকে সাদা পোশাকে তার গড় মাত্র ২৮ আর ২০২০ সালের পর পেয়েছেন মাত্র একটি সেঞ্চুরি।

ওদিকে ওয়ার্নারের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন ক্যামেরন ব্যাক্রফট। ঘরোয়া লিগে দুর্দান্ত খেলে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি। এছাড়াও আছেন মার্কাস হ্যারিস এবং ম্যাট রেনশও। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে যে আর চালিয়ে যেতে পারবেন না তা হয়তো বুঝেছিলেন ওয়ার্নার নিজেও। এ কারণেই গত জুনে বলেছিলন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি (এরপর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।

অ্যাশেজের স্কোয়াড থেকে মাত্র দুটি বদল এনেছে অস্ট্রেলিয়া। টড মার্ফির জায়গায় ফিরেছেন অভিজ্ঞ ন্যাথান লায়ন। ইনজুরির কারণে অ্যাশেজের দ্বিতীয় ম্যাচেই ছিটকে গিয়েছিলেন এই অফ স্পিনার।

পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নারকে স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। দীর্ঘ ক্যারিয়ারে অজিদের হয়ে অনেক ম্যাচেই জয়ের নায়ক ছিলেন ওয়ার্নার, এবার সাদা পোশাকে শেষটা রাঙানোর অপেক্ষা তার।

এই সিরিজে বেঞ্চে থাকা ক্রিকেটারদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ দেখছেন অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, দলে ঢোকার জন্য স্বল্প থেকে মধ্যমেয়াদি সুযোগ আসবে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে, তাদের সেরাটা দেখার জন্য আমার উন্মুখ হয়ে আছি। তাদের মধ্যে অনেকে পাকিস্তানের বিপক্ষে সপ্তাহের শেষ দিকে দারুণ একটা সুযোগ পাবে।

আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে পার্থ টেস্ট। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্ন ও সিডনিতে।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াড

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোলান্ড, ক্যামেরন গ্রিন ও ল্যান্স মরিস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

পার্থে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন ওয়ার্নার

প্রকাশের সময় : ০১:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আগেই জানিয়েছিলেন ঘরের মাঠে পাকিস্তান সিরিজকেই নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ হিসেবে বেছে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এবার সেই সুযোগটা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু ফর্ম পক্ষে নেই অনেকদিন ধরেই। তাই এই সিরিজে ওয়ার্নারের সুযোগ পাওয়াই ছিল শঙ্কার মুখে। তবে অনিশ্চয়তা কাটিয়ে ডেভিড ওয়ার্নারকে শেষের শুরুর সুযোগ করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্থ টেস্টের ১৪ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপটা ব্যাট হাতে দুর্দান্ত কেটেছে ওয়ার্নারের। তবে বেশ কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে নিজেকে আর মেলে ধরতে পারছিলেন না তিনি। ২০১৯-২০ মৌসুমের পর থেকে সাদা পোশাকে তার গড় মাত্র ২৮ আর ২০২০ সালের পর পেয়েছেন মাত্র একটি সেঞ্চুরি।

ওদিকে ওয়ার্নারের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন ক্যামেরন ব্যাক্রফট। ঘরোয়া লিগে দুর্দান্ত খেলে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি। এছাড়াও আছেন মার্কাস হ্যারিস এবং ম্যাট রেনশও। ক্রিকেটের অভিজাত ফরম্যাটে যে আর চালিয়ে যেতে পারবেন না তা হয়তো বুঝেছিলেন ওয়ার্নার নিজেও। এ কারণেই গত জুনে বলেছিলন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি (এরপর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।

অ্যাশেজের স্কোয়াড থেকে মাত্র দুটি বদল এনেছে অস্ট্রেলিয়া। টড মার্ফির জায়গায় ফিরেছেন অভিজ্ঞ ন্যাথান লায়ন। ইনজুরির কারণে অ্যাশেজের দ্বিতীয় ম্যাচেই ছিটকে গিয়েছিলেন এই অফ স্পিনার।

পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নারকে স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। দীর্ঘ ক্যারিয়ারে অজিদের হয়ে অনেক ম্যাচেই জয়ের নায়ক ছিলেন ওয়ার্নার, এবার সাদা পোশাকে শেষটা রাঙানোর অপেক্ষা তার।

এই সিরিজে বেঞ্চে থাকা ক্রিকেটারদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ দেখছেন অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, দলে ঢোকার জন্য স্বল্প থেকে মধ্যমেয়াদি সুযোগ আসবে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে, তাদের সেরাটা দেখার জন্য আমার উন্মুখ হয়ে আছি। তাদের মধ্যে অনেকে পাকিস্তানের বিপক্ষে সপ্তাহের শেষ দিকে দারুণ একটা সুযোগ পাবে।

আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে পার্থ টেস্ট। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্ন ও সিডনিতে।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াড

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোলান্ড, ক্যামেরন গ্রিন ও ল্যান্স মরিস।