Dhaka বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে চিকিৎসাধীন ট্রাম্পের মৃদু জ্বর ও শ্বাসকষ্ট

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • ২১৭ জন দেখেছেন

হাসপাতালের পথে ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুরুতে তার তেমন কোনো উপসর্গ ছিল না। তবে সময় যতো যাচ্ছে ততোই স্পষ্ট হচ্ছে করোনার উপসর্গ।

সিএনএনএ-র এক সংবাদে বলা হয়, শনাক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সিএনএনকে তার একজন উপদেষ্টা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের শ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানান, তিনি আগামী কয়েক দিন হাসপাতালেই থাকবেন। এর আগে তার সামান্য উপসর্গের কথা জানা যায়। ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর সামান্য জ্বর দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টের।

আরও পড়ুন : কি আছে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল স্যুটের ভিতরে?

হোয়াইট হাউজের চিকিৎসক ট্রাম্পের সর্বশেষ অবস্থা নিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে জানানো হয়, ট্রাম্প কিছুটা ক্লান্ত বোধ করছেন। তবে তাকে অক্সিজেন দিতে হচ্ছে না।
এরইমধ্যে হাসপাতালে চিকিৎসা নেয়া শুরু করেছেন ট্রাম্প।

তাকে রেমডিসিভির দেয়া হয়েছে। একইসঙ্গে রেজেনেরনের একটি পরীক্ষাধীন থেরাপি নিয়েছেন তিনি। এটি এখনো অনুমোদিত না হলেও প্রাথমিকভাবে একে করোনার বিরুদ্ধে কার্যকর বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, ট্রাম্পের ঘনিষ্ট অন্তত এক ডজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাকিবের গোলে হংকংয়ের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

হাসপাতালে চিকিৎসাধীন ট্রাম্পের মৃদু জ্বর ও শ্বাসকষ্ট

প্রকাশের সময় : ০৪:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুরুতে তার তেমন কোনো উপসর্গ ছিল না। তবে সময় যতো যাচ্ছে ততোই স্পষ্ট হচ্ছে করোনার উপসর্গ।

সিএনএনএ-র এক সংবাদে বলা হয়, শনাক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সিএনএনকে তার একজন উপদেষ্টা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের শ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানান, তিনি আগামী কয়েক দিন হাসপাতালেই থাকবেন। এর আগে তার সামান্য উপসর্গের কথা জানা যায়। ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর সামান্য জ্বর দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টের।

আরও পড়ুন : কি আছে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল স্যুটের ভিতরে?

হোয়াইট হাউজের চিকিৎসক ট্রাম্পের সর্বশেষ অবস্থা নিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে জানানো হয়, ট্রাম্প কিছুটা ক্লান্ত বোধ করছেন। তবে তাকে অক্সিজেন দিতে হচ্ছে না।
এরইমধ্যে হাসপাতালে চিকিৎসা নেয়া শুরু করেছেন ট্রাম্প।

তাকে রেমডিসিভির দেয়া হয়েছে। একইসঙ্গে রেজেনেরনের একটি পরীক্ষাধীন থেরাপি নিয়েছেন তিনি। এটি এখনো অনুমোদিত না হলেও প্রাথমিকভাবে একে করোনার বিরুদ্ধে কার্যকর বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, ট্রাম্পের ঘনিষ্ট অন্তত এক ডজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।