Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

রংপুর জেলা প্রতিনিধি : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার কাগজপত্র না দেওয়ায় সকালে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়। পরবর্তীতে উপযুক্ত কাগজপত্র জমা দেওয়ায় বিকেলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মামলাসংক্রান্ত তথ্য দাখিল না করায় শনিবার (২ ডিসেম্বর) সকালে রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে প্রয়োজনীয় কাগজ যুক্ত করে তিনি আবার তা জমা দেন।

বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মোবাশ্বের হাসান বলেন, মসিউর রহমান রাঙ্গার চারটি মামলার তিনটি নিষ্পত্তির কাগজ রয়েছে। অপর মামলাটির কোনো কাগজপত্র দাখিল না করায় সকালে মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। পরে সেই কাগজপত্র জমা দিলে তা বৈধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে রাঙ্গার পক্ষে তার মেয়ে মালিহা তাসনিম জুই সাংবাদিকদের বলেন, ২০০৯ সালের একটি মামলা, যা পরবর্তী সময়ে নিষ্পত্তি হয়। সেই তথ্য ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে উল্লেখ করা হলেও এবারে তা উল্লেখ করা হয়নি। যার কারণে সকালে বাবার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। পরে আমরা সেই কাগজ যুক্ত করে দিই। এতে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বাবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মসিউর রহমান রাঙ্গা এর আগে ২০০১ সালে রংপুর-১ (গংগাচড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী সময়ে ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে নির্বাচনে জিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে একই আসন থেকে পুনরায় জিতে আসার পর হন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ। এবার রংপুর-১ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন এরশাদের ভাতিজা মকবুল হোসেন আসিফ শাহরিয়ার। আর আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন আইনজীবী রেজাউল করিম রাজু। রাঙ্গা ইতোমধ্যে জাতীয় পার্টি থেকে বহিষ্কার হওয়ায় এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপদেষ্টা আসিফ মুরাদনগরে ‘মাফিয়াতন্ত্র’ প্রতিষ্ঠা করেছেন : নাছির উদ্দীন

রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশের সময় : ০৭:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার কাগজপত্র না দেওয়ায় সকালে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়। পরবর্তীতে উপযুক্ত কাগজপত্র জমা দেওয়ায় বিকেলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মামলাসংক্রান্ত তথ্য দাখিল না করায় শনিবার (২ ডিসেম্বর) সকালে রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে প্রয়োজনীয় কাগজ যুক্ত করে তিনি আবার তা জমা দেন।

বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান রাঙ্গার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মোবাশ্বের হাসান বলেন, মসিউর রহমান রাঙ্গার চারটি মামলার তিনটি নিষ্পত্তির কাগজ রয়েছে। অপর মামলাটির কোনো কাগজপত্র দাখিল না করায় সকালে মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। পরে সেই কাগজপত্র জমা দিলে তা বৈধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে রাঙ্গার পক্ষে তার মেয়ে মালিহা তাসনিম জুই সাংবাদিকদের বলেন, ২০০৯ সালের একটি মামলা, যা পরবর্তী সময়ে নিষ্পত্তি হয়। সেই তথ্য ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে উল্লেখ করা হলেও এবারে তা উল্লেখ করা হয়নি। যার কারণে সকালে বাবার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। পরে আমরা সেই কাগজ যুক্ত করে দিই। এতে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বাবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মসিউর রহমান রাঙ্গা এর আগে ২০০১ সালে রংপুর-১ (গংগাচড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী সময়ে ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে নির্বাচনে জিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে একই আসন থেকে পুনরায় জিতে আসার পর হন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ। এবার রংপুর-১ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন এরশাদের ভাতিজা মকবুল হোসেন আসিফ শাহরিয়ার। আর আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়ছেন আইনজীবী রেজাউল করিম রাজু। রাঙ্গা ইতোমধ্যে জাতীয় পার্টি থেকে বহিষ্কার হওয়ায় এবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন।