Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের ড্রাফটে শীর্ষ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। পিএসএল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এক ভিডিওতে আনুষ্ঠানিকভাবে তার যুক্ত হওয়ার কথা জানিয়েছে। তারা লিখেছে, এইচবিএল পিএসএল ড্রাফটের জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন সাকিব আল হাসান।

পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নবম আসর। আগামী ১৪ ডিসেম্বর ক্রিকেটারদের নিলাম আয়োজনের সম্ভাব্য তারিখ। ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। বাংলাদেশি ক্রিকেটার আছেন ২৮ জন।

সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে কিনতে কমপক্ষে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা) খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিকে।

এর আগেও পিএসএলের তিনটি আসরে খেলেছেন সাকিব। ২০১৬ সালে টুর্নামেন্টের প্রথম আসরে খেলেছেন করাচি কিংসের হয়ে। ২০১৭ এবং ২০২২ সালে খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। তবে গতবার মাত্র একটি ম্যাচ খেলেই পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে চলে যান এই অলরাউন্ডার। সব মিলিয়ে ১৩ ম্যাচে ১৮১ রান করেছেন তিনি, নিয়েছেন ৮ উইকেট।

ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)। অন্য চার ক্যাটাগরি গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে বাংলাদেশের কারা আছেন, সেই তালিকা প্রকাশ করা হয়নি।

বিদেশি ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ১৪০ ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ ক্রিকেটার শ্রীলঙ্কার। ইংল্যান্ড, শ্রীলঙ্কার পরে তৃতীয় সর্বোচ্চ ৪৩ ক্রিকেটার আছেন আফগানিস্তানের থেকে। ৩৮ ও ২৮ ক্রিকেটার নিয়ে এই তালিকায় চতুর্থ ও পঞ্চম ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এছাড়া দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড থেকে ২৫,১৪, ১১ ও ৯ জন ক্রিকেটার আছেন। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা পিএসএল। যদিও আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেনি পিএসএল কর্তৃপক্ষ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় অন্যতম আসামি নান্নু গ্রেফতার

পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব

প্রকাশের সময় : ০৪:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের ড্রাফটে শীর্ষ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। পিএসএল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে এক ভিডিওতে আনুষ্ঠানিকভাবে তার যুক্ত হওয়ার কথা জানিয়েছে। তারা লিখেছে, এইচবিএল পিএসএল ড্রাফটের জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন সাকিব আল হাসান।

পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নবম আসর। আগামী ১৪ ডিসেম্বর ক্রিকেটারদের নিলাম আয়োজনের সম্ভাব্য তারিখ। ড্রাফটে ছয় ক্যাটাগরিতে মোট ৪৯৩ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। বাংলাদেশি ক্রিকেটার আছেন ২৮ জন।

সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে কিনতে কমপক্ষে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা) খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিকে।

এর আগেও পিএসএলের তিনটি আসরে খেলেছেন সাকিব। ২০১৬ সালে টুর্নামেন্টের প্রথম আসরে খেলেছেন করাচি কিংসের হয়ে। ২০১৭ এবং ২০২২ সালে খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। তবে গতবার মাত্র একটি ম্যাচ খেলেই পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে চলে যান এই অলরাউন্ডার। সব মিলিয়ে ১৩ ম্যাচে ১৮১ রান করেছেন তিনি, নিয়েছেন ৮ উইকেট।

ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)। অন্য চার ক্যাটাগরি গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে বাংলাদেশের কারা আছেন, সেই তালিকা প্রকাশ করা হয়নি।

বিদেশি ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ১৪০ ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ ক্রিকেটার শ্রীলঙ্কার। ইংল্যান্ড, শ্রীলঙ্কার পরে তৃতীয় সর্বোচ্চ ৪৩ ক্রিকেটার আছেন আফগানিস্তানের থেকে। ৩৮ ও ২৮ ক্রিকেটার নিয়ে এই তালিকায় চতুর্থ ও পঞ্চম ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এছাড়া দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড থেকে ২৫,১৪, ১১ ও ৯ জন ক্রিকেটার আছেন। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা পিএসএল। যদিও আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেনি পিএসএল কর্তৃপক্ষ।