Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রিহ্যাবে নেওয়া হয়েছে নোবেলকে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১২:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কণ্ঠশিল্পী মইনুল হাসান নোবেলকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে। ক্রমেই মাদকাসক্তে জড়িয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে তাকে বৃহস্পতিবার ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। মাদকে আসক্ত, নানা বিতর্কিত ঘটনার জেরেই নোবেলকে রিহ্যাবে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৫ নভেম্বর) নোবেলের পারিবারিকসূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচিত নোবেল। জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করে পড়েছিলেন তোপের মুখে। পরে বয়োজ্যেষ্ঠ কণ্ঠশিল্পীদের নিয়ে বিভিন্ন সময় অপমানসূচক কথা বলে বিতর্কিত হন তিনি। সেইসঙ্গে জড়ান মাদকে।

মদ্যপ অবস্থায় ঘটান একের পর এক অঘটন। কুড়িগ্রামে এক কনসার্টে মাতাল অবস্থায় গান পরিবেশন এবং মাইক্রোফোন ভেঙে স্থানীয়দের রোষানলে পড়েন তিনি। এছাড়া মদ খেয়ে সড়ক দুর্ঘটনার কবলেও পড়েছেন একাধিকবার।

সম্প্রতি খুলনা থেকে এক তরুণীকে নিয়ে আসেন বলে জানা যায়। পরিবার ওই তরুণীকে নিতে ঢাকায় এলে নোবেলের সঙ্গে তাকেও মাদক সেবন করতে দেখেন। বিষয়টি ফেসবুক লাইভে জানিয়েছেন তরুণীর স্বামী। সম্প্রতি মেয়েটি খুলনায় ফিরে গিয়েছেন।

জানা গেছে, তরুণীর স্বামী ও ভাই নোবেলের নামে মামলা দায়ের করেছেন। এর থেকে বাঁচার জন্যই তাকে রিহ্যাবে নেওয়া হয়েছে এমনটাও বলছে অপর একটি সূত্র।

যদিও ওই তরুণীর স্বামীর দাবি, নিজের স্ত্রীকে নোবেলের কাছ থেকে ফিরিয়ে আনতে গিয়ে দেখেন দু’জন একসঙ্গে মাদক সেবন করছেন। এমনকি তার কাছে ফিরে আসতেও আপত্তি জানান স্ত্রী ফারজান আরশি।

নোবেলের উত্থান ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ শোর মাধ্যমে। সেসময় দুই বাংলায় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু তা ধরে রাখতে পারেননি নিজের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। বর্তমানে তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এমিরেটস এয়ারলাইন্সে বয়স্ক যাত্রীকে হয়রানির অভিযোগ

রিহ্যাবে নেওয়া হয়েছে নোবেলকে

প্রকাশের সময় : ০৮:১২:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

কণ্ঠশিল্পী মইনুল হাসান নোবেলকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে। ক্রমেই মাদকাসক্তে জড়িয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে তাকে বৃহস্পতিবার ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। মাদকে আসক্ত, নানা বিতর্কিত ঘটনার জেরেই নোবেলকে রিহ্যাবে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৫ নভেম্বর) নোবেলের পারিবারিকসূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ক্যারিয়ারের শুরু থেকেই সমালোচিত নোবেল। জাতীয় সংগীত নিয়ে মন্তব্য করে পড়েছিলেন তোপের মুখে। পরে বয়োজ্যেষ্ঠ কণ্ঠশিল্পীদের নিয়ে বিভিন্ন সময় অপমানসূচক কথা বলে বিতর্কিত হন তিনি। সেইসঙ্গে জড়ান মাদকে।

মদ্যপ অবস্থায় ঘটান একের পর এক অঘটন। কুড়িগ্রামে এক কনসার্টে মাতাল অবস্থায় গান পরিবেশন এবং মাইক্রোফোন ভেঙে স্থানীয়দের রোষানলে পড়েন তিনি। এছাড়া মদ খেয়ে সড়ক দুর্ঘটনার কবলেও পড়েছেন একাধিকবার।

সম্প্রতি খুলনা থেকে এক তরুণীকে নিয়ে আসেন বলে জানা যায়। পরিবার ওই তরুণীকে নিতে ঢাকায় এলে নোবেলের সঙ্গে তাকেও মাদক সেবন করতে দেখেন। বিষয়টি ফেসবুক লাইভে জানিয়েছেন তরুণীর স্বামী। সম্প্রতি মেয়েটি খুলনায় ফিরে গিয়েছেন।

জানা গেছে, তরুণীর স্বামী ও ভাই নোবেলের নামে মামলা দায়ের করেছেন। এর থেকে বাঁচার জন্যই তাকে রিহ্যাবে নেওয়া হয়েছে এমনটাও বলছে অপর একটি সূত্র।

যদিও ওই তরুণীর স্বামীর দাবি, নিজের স্ত্রীকে নোবেলের কাছ থেকে ফিরিয়ে আনতে গিয়ে দেখেন দু’জন একসঙ্গে মাদক সেবন করছেন। এমনকি তার কাছে ফিরে আসতেও আপত্তি জানান স্ত্রী ফারজান আরশি।

নোবেলের উত্থান ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ শোর মাধ্যমে। সেসময় দুই বাংলায় বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু তা ধরে রাখতে পারেননি নিজের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে। বর্তমানে তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে।