কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আতাউল্লাহ (৩৫) নামে এক সাব-মাঝিকে (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালীর ক্যাম্প-১৯ এর ইয়াছিন জোহারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আতাউল্লাহ ১৯নং ক্যাম্পের সাব মাঝি হিসাবে দায়িত্বে ছিলেন। আতাউল্লাহ ওই ক্যাম্পের মৃত জালাল আহমেদের ছেলে। হত্যার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।
তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আরসার লোকজন উখিয়ার থাইংখালীর এফডিএমএন ক্যাম্পের ইয়াছিন জোহার দোকানের সামনে আতাউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা লোকজন ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক আতাউল্লাহকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর বলেন, অজ্ঞাত পাঁচ-ছয়জন সন্ত্রাসী আতা উল্লাহকে ১৯ নং ক্যাম্পের ব্লক ৯/১ এ ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।