Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে লরির চাপায় ৩ শ্রমিক নিহত

মিরসরাই উপজেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারানো একটি লরির চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল আটটায় উপজেলার মিরসরাই বিসিক রোড়ের মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন গ্যাসলাইন নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা হলেন পাবনার সুজানগর উপজেলার সৈখেতুপাড়া এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫) ও একই উপজেলার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম (৪২) এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল এলাকার হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। এ দুর্ঘটনায় তাঁদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে গ্যাসলাইন নির্মাণকারী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক সকালের নাশতা করে কাজে যোগ দিতে মহাসড়কের পাশ ধরে হাঁটছিলেন। তখন বেপরোয়া গতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দিয়ে আবার সড়কে ওঠার সময় বেশ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় আহত আরেক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরসরাই সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দারোগাবাড়িতে বাসা ভাড়া নিয়ে কোম্পানির স্টাফরা থাকেন। রুমের বাবুর্চি নজরুল আলী শেখ বলেন, সকালে তাঁরা যখন কাজের জন্য প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হন, তখনো তাঁদের সঙ্গে কথা হয়। আমি তাঁদের জন্য রান্না করি। রাস্তার ফুটপাতে গিয়ে তাঁদের গাড়ি এভাবে মারল। আবার একজনকে টেনে নিয়ে যায় দুই কিলোমিটার। এটি দুর্ঘটনা হতে পারে না। এটি হত্যাকাণ্ড। আমরা উপযুক্ত বিচার চাই।

মিরসরাই সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছলিম উদ্দিন বলেন, আমি সকাল সাড়ে ৬টায় দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসি। তিনজন ঘটনাস্থলে নিহত হন। আমি জোরারগঞ্জ হাইওয়ে থানায় ফোন করে জানাই। পুলিশ এসে গাড়ি আটক করে এবং নিহতদের লাশ নিয়ে যায়।

চালক বেপরোয়া গতিতে লরি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরকার। তিনি বলেন, লরিচাপায় নিহত তিন শ্রমিকের লাশ হাসপাতাল থেকে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত লরিটি পুলিশের হেফাজতে আছে। নিহত ব্যক্তিদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।

আবহাওয়া

মিরসরাইয়ে লরির চাপায় ৩ শ্রমিক নিহত

প্রকাশের সময় : ১২:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

মিরসরাই উপজেলা প্রতিনিধি : 

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারানো একটি লরির চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল আটটায় উপজেলার মিরসরাই বিসিক রোড়ের মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন গ্যাসলাইন নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা হলেন পাবনার সুজানগর উপজেলার সৈখেতুপাড়া এলাকার মো. আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫) ও একই উপজেলার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম (৪২) এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল এলাকার হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। এ দুর্ঘটনায় তাঁদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে গ্যাসলাইন নির্মাণকারী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক সকালের নাশতা করে কাজে যোগ দিতে মহাসড়কের পাশ ধরে হাঁটছিলেন। তখন বেপরোয়া গতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দিয়ে আবার সড়কে ওঠার সময় বেশ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় আহত আরেক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরসরাই সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দারোগাবাড়িতে বাসা ভাড়া নিয়ে কোম্পানির স্টাফরা থাকেন। রুমের বাবুর্চি নজরুল আলী শেখ বলেন, সকালে তাঁরা যখন কাজের জন্য প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হন, তখনো তাঁদের সঙ্গে কথা হয়। আমি তাঁদের জন্য রান্না করি। রাস্তার ফুটপাতে গিয়ে তাঁদের গাড়ি এভাবে মারল। আবার একজনকে টেনে নিয়ে যায় দুই কিলোমিটার। এটি দুর্ঘটনা হতে পারে না। এটি হত্যাকাণ্ড। আমরা উপযুক্ত বিচার চাই।

মিরসরাই সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছলিম উদ্দিন বলেন, আমি সকাল সাড়ে ৬টায় দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আসি। তিনজন ঘটনাস্থলে নিহত হন। আমি জোরারগঞ্জ হাইওয়ে থানায় ফোন করে জানাই। পুলিশ এসে গাড়ি আটক করে এবং নিহতদের লাশ নিয়ে যায়।

চালক বেপরোয়া গতিতে লরি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরকার। তিনি বলেন, লরিচাপায় নিহত তিন শ্রমিকের লাশ হাসপাতাল থেকে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত লরিটি পুলিশের হেফাজতে আছে। নিহত ব্যক্তিদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।