বিনোদন ডেস্ক :
অভিনেতা প্রকাশ রাজ বরাবরই সোজাসাপটা। রাজনৈতিক ইস্যু হোক বা সামাজিক কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখলেই প্রতিবাদী কণ্ঠ শোনা যায় যে অভিনেতার। বিশেষ করে গেরুয়া শিবিরের সমালোচনা করার সুযোগ তিনি কখনোই ছাড়েন না। এবার সেই দক্ষিণী তারকাকেই ‘পঞ্জি স্কিম’ কেলেঙ্কারিতে তলব করলো ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)।
জানা গেছে, ১০০ কোটি রুপির একটি পঞ্জি স্কিমের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির মুখোমুখি হতে হবে। তামিলনাড়ুর একটি স্বর্ণবিপণি সংস্থার বিরুদ্ধে প্রায় ১০০ কোটি রুপির পঞ্জি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
প্রকাশ রাজ সেই স্বর্ণবিপণির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। সেই সূত্রেই পঞ্জি কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চেন্নাইয়ে ইডির আঞ্চলিক দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিনেতাকে!
তামিলনাড়ুর ত্রিচিতে অবস্থিত স্বর্ণবিপণিটি! নাম প্রণব জুয়েলার্স। এ সংস্থার একাধিক শাখা রয়েছে তামিলনাড়ুতে। ইডি সূত্রে খবর, ওই স্বর্ণ প্রতিষ্ঠানটি সোনা কিনে বিনিয়োগ এবং তার বিনিময়ে মোটা অর্থ ফেরানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১০০ কোটি রুপি তুলেছে।
আর এ মামলাতেই তলব করা হয়েছে প্রকাশ রাজকে। এ সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকার জন্যই অভিনেতাকে তলব করা হয়েছে। মনে করা হচ্ছে এ কাণ্ডে অভিনেতাও যুক্ত থাকতে পারেন। তবে সবটাই তদন্তের পর জানা যাবে!
এর আগে গত ২০ নভেম্বর সংস্থাটির সঙ্গে যুক্ত বেশ কিছু বাড়িতে তল্লাশি চালান ইডির কর্মতর্তারা। এখন পর্যন্ত তল্লাশিতে কিছু নথি, প্রায় ২৪ লাখ রুপি এবং প্রায় ১২ কেজি সোনার গয়না উদ্ধার করেছেন তদন্তকারীরা। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ বিনিয়োগ করালেও নির্দিষ্ট সময়ে সুদসহ অর্থ স্বর্ণবিপণীটি ফেরাতে পারেনি বলে অভিযোগ। এরপর এফআইআর করা হয়! পুরো মামলা তদন্ত শুরু করে ইডি! সেই সূত্র ধরেই এবার ইডির অফিসে তলব প্রকাশ রাজকে!