Dhaka শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারত থেকে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে আফগানিস্তান। ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। কার্যক্রম বন্ধ করার ঘোষণার প্রায় দুই মাস পর নয়াদিল্লিতে আফগানিস্তান দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর ২০২৩ থেকে এটি কার্যকর হবে।

শুক্রবার (২৪ নভেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দিল্লিতে আফগান দূতাবাসটি ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার নিযুক্ত কর্মীদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন আফগান প্রজাতন্ত্রের কোনো কূটনীতিক আর ভারতে নেই। রাষ্ট্রদূত ফরিদ মামুনদাজে ও দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিরাপদে তৃতীয় দেশে চলে গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দিল্লিতে আফগান দূতাবাসের ভাগ্য এখন ভারত সরকারের ওপর নির্ভর করছে। এটি বন্ধ রাখা হবে নাকি তালেবানের ‘কূটনীতিকদের’ কাছে হস্তান্তর করা হবে, তা ঠিক করবে ভারত সরকার।

এ ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আফগানিস্তানে তালেবানের পররাষ্ট্র দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান সরকার। তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি ভারত। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে কাবুল থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছিল ভারত। সেই থেকে আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি নেই দিল্লির।

আবহাওয়া

১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব : নাহিদ ইসলাম

দিল্লিতে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করল আফগানিস্তান

প্রকাশের সময় : ০৮:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারত থেকে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে আফগানিস্তান। ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। কার্যক্রম বন্ধ করার ঘোষণার প্রায় দুই মাস পর নয়াদিল্লিতে আফগানিস্তান দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর ২০২৩ থেকে এটি কার্যকর হবে।

শুক্রবার (২৪ নভেম্বর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দিল্লিতে আফগান দূতাবাসটি ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার নিযুক্ত কর্মীদের দ্বারা পরিচালিত হয়ে আসছিল।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন আফগান প্রজাতন্ত্রের কোনো কূটনীতিক আর ভারতে নেই। রাষ্ট্রদূত ফরিদ মামুনদাজে ও দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিরাপদে তৃতীয় দেশে চলে গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দিল্লিতে আফগান দূতাবাসের ভাগ্য এখন ভারত সরকারের ওপর নির্ভর করছে। এটি বন্ধ রাখা হবে নাকি তালেবানের ‘কূটনীতিকদের’ কাছে হস্তান্তর করা হবে, তা ঠিক করবে ভারত সরকার।

এ ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আফগানিস্তানে তালেবানের পররাষ্ট্র দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান সরকার। তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি ভারত। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে কাবুল থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছিল ভারত। সেই থেকে আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি নেই দিল্লির।