Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের কামারখন্দ আঞ্চলিক সড়কের ঝাঐল ইউনিয়ন থেকে মানিক হোসেন (৩০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ঝাঐল বাজার এলাকায় বেতের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মানিক হোসেন সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়াকান্দা পাড়ার আশরাফ আলী ছেলে।

নিহতের স্বজন আল-আমিন বলেন, মানিক মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর রাতে বাড়িতে না ফেরায় আমরা দুঃচিন্তায় ছিলাম। পরে সকালে জানতে পারি ঝাঐল উত্তরপাড়ার একটি বেতের ক্ষেতে মানিকের মরদেহ পাওয়া গেছে। তবে তার সঙ্গে থাকা অটোরিকশা পাওয়া যায়নি।

ওসি মোহা. রেজাউল ইসলাম বলেন, ঝাঐল বাজারের পাশে একটি বেতের খেতের মধ্যে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনের রহস্য উন্মোচনে অনুসন্ধান চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ পিবিআই পুলিশ ইন্সপেক্টর নূরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের কাজ চলছে।

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

সিরাজগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : 

সিরাজগঞ্জের কামারখন্দ আঞ্চলিক সড়কের ঝাঐল ইউনিয়ন থেকে মানিক হোসেন (৩০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ঝাঐল বাজার এলাকায় বেতের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মানিক হোসেন সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়াকান্দা পাড়ার আশরাফ আলী ছেলে।

নিহতের স্বজন আল-আমিন বলেন, মানিক মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর রাতে বাড়িতে না ফেরায় আমরা দুঃচিন্তায় ছিলাম। পরে সকালে জানতে পারি ঝাঐল উত্তরপাড়ার একটি বেতের ক্ষেতে মানিকের মরদেহ পাওয়া গেছে। তবে তার সঙ্গে থাকা অটোরিকশা পাওয়া যায়নি।

ওসি মোহা. রেজাউল ইসলাম বলেন, ঝাঐল বাজারের পাশে একটি বেতের খেতের মধ্যে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনের রহস্য উন্মোচনে অনুসন্ধান চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সিরাজগঞ্জ পিবিআই পুলিশ ইন্সপেক্টর নূরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিতের কাজ চলছে।