কুয়েতভিত্তিক জাজিরা এয়ারওয়েজ ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট চালু করেছে। শুক্রবার (২ অক্টোবর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাজিরা এয়ারের প্রথম ফ্লাইট কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে জাজিরা এয়ারওয়েজের উদ্বোধনী ফ্লাইট কুয়েত থেকে ঢাকায় পৌঁছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জাজিরা এয়ারওয়েজ ঢাকা থেকে সপ্তাহে দুটি ফ্লাইট বুধবার ও বৃহস্পতিবার পরিচালনা করবে। ঢাকা-কুয়েত রুটের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যেও ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
আরও পড়ুন : সৌদিতে ননসিডিউল ফ্লাইটের অনুমতি পেল বিমান
অপরদিকে, এয়ার এরাবিয়া আবুধাবি আগামী ১১ অক্টোবর চট্টগ্রাম থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বলেও সূত্র জানায়। সংস্থাটি বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপপরিচালক বেনিমাধব সম্প্রতি জানান, ১৬ জুন ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হয় এবং এ পর্যন্ত ঢাকা থেকে মোট ১২টি বিদেশি এয়ারলাইনস তাদের কার্যক্রম চালু করেছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ২৬টি বিদেশি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করছিল।