Dhaka শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নৌকার হয়ে লড়তে নানক-নাছিমের মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার হয়ে লড়তে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের পক্ষে দুইটি আসন থেকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে পাঁচটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে নাছিম দাবি করেছেন, তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দুটি।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে ঢাকা ও বরিশাল বিভাগের মনোনয়ন বুথের দায়িত্ব প্রাপ্তদের কাছ থেকে এ তথ্য পাওয়া যায়।

ঢাকা বিভাগের বুথের দায়িত্বে থাকা একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, জাহাঙ্গীর কবির নানক ঢাকা ১৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর বাহাউদ্দিন নাছিম ভাই ঢাকা-৬, ঢাকা-৮, ঢাকা-১৪ আসন এবং মাদারীপুর-২, মাদারীপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া বরিশাল বুথের দায়িত্বে থাকা এক নেতা নাম প্রকাশ না করে জানান, জাহাঙ্গীর কবির নানকের পক্ষ থেকে বরিশাল-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকা ১৩ আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এই আসনে ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুর-৩ আসন থেকে ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালে ওই আসন থেকে মনোনয়ন পান তৎকালীন দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমি মূলত মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় ছাতার কারিগরদের ব্যাপক কদর

নৌকার হয়ে লড়তে নানক-নাছিমের মনোনয়ন সংগ্রহ

প্রকাশের সময় : ০৮:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার হয়ে লড়তে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের পক্ষে দুইটি আসন থেকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে পাঁচটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তবে নাছিম দাবি করেছেন, তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দুটি।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে ঢাকা ও বরিশাল বিভাগের মনোনয়ন বুথের দায়িত্ব প্রাপ্তদের কাছ থেকে এ তথ্য পাওয়া যায়।

ঢাকা বিভাগের বুথের দায়িত্বে থাকা একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, জাহাঙ্গীর কবির নানক ঢাকা ১৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর বাহাউদ্দিন নাছিম ভাই ঢাকা-৬, ঢাকা-৮, ঢাকা-১৪ আসন এবং মাদারীপুর-২, মাদারীপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া বরিশাল বুথের দায়িত্বে থাকা এক নেতা নাম প্রকাশ না করে জানান, জাহাঙ্গীর কবির নানকের পক্ষ থেকে বরিশাল-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকা ১৩ আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এই আসনে ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুর-৩ আসন থেকে ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালে ওই আসন থেকে মনোনয়ন পান তৎকালীন দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমি মূলত মাদারীপুর-২ ও মাদারীপুর-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।