Dhaka শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিইউতে বিএনপি নেতা সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

বিএনপি চেয়ারপার্সন মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সোমবার (২০ নভেম্বর) দিবাগত গভীর রাত প্রায় ৩টার দিকে তাকে জরুরিভিত্তিতে বিএসএমএমইউ’র আইসিইউ’তে ভর্তি করা হয়। এর আগে সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের শ্বাসকষ্ট দেখা দিলে সোমবার বেলা ১১টার দিকে তাকে বিএসএমএমইউ’র সিসিইউ’তে ভর্তি করা হয়েছিল।

দিদার বলেন, গতকাল সন্ধ্যা ৭ টা থেকে তার হার্ট ফেলিওর ডেভেলপ করেছে। তাছাড়াও নিউমোনিয়া, ফুসফুসে প্রদাহ বেড়ে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। রক্তচাপ উঠা-নামা করছে। তার পরিবার জানিয়েছে বর্তমানে জীবন ঝুঁকিতে রয়েছেন সাবেক এই বর্ষীয়ান সাংসদ।

জানা গেছে, কিছু দিন আগে কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সালাউদ্দিন আহমেদ। গ্রেফতার হওয়ার আগে তার শরীরে চারটি রিং বসানো হয়েছিল।

গত ৩ আগস্ট আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে সালাউদ্দিন আহমেদকে আটক করে গোয়েন্দা পুলিশ।

ঢাকার প্রবেশ মুখে বিএনপি অবস্থান কর্মসূচির সময়ে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ডিএমপির বিভিন্ন থানায় করা ১১টি মামলার মধ্যে চারটি মামলায় আসামি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় ছাতার কারিগরদের ব্যাপক কদর

আইসিইউতে বিএনপি নেতা সালাউদ্দিন

প্রকাশের সময় : ০১:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

বিএনপি চেয়ারপার্সন মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সোমবার (২০ নভেম্বর) দিবাগত গভীর রাত প্রায় ৩টার দিকে তাকে জরুরিভিত্তিতে বিএসএমএমইউ’র আইসিইউ’তে ভর্তি করা হয়। এর আগে সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের শ্বাসকষ্ট দেখা দিলে সোমবার বেলা ১১টার দিকে তাকে বিএসএমএমইউ’র সিসিইউ’তে ভর্তি করা হয়েছিল।

দিদার বলেন, গতকাল সন্ধ্যা ৭ টা থেকে তার হার্ট ফেলিওর ডেভেলপ করেছে। তাছাড়াও নিউমোনিয়া, ফুসফুসে প্রদাহ বেড়ে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। রক্তচাপ উঠা-নামা করছে। তার পরিবার জানিয়েছে বর্তমানে জীবন ঝুঁকিতে রয়েছেন সাবেক এই বর্ষীয়ান সাংসদ।

জানা গেছে, কিছু দিন আগে কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সালাউদ্দিন আহমেদ। গ্রেফতার হওয়ার আগে তার শরীরে চারটি রিং বসানো হয়েছিল।

গত ৩ আগস্ট আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে সালাউদ্দিন আহমেদকে আটক করে গোয়েন্দা পুলিশ।

ঢাকার প্রবেশ মুখে বিএনপি অবস্থান কর্মসূচির সময়ে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ডিএমপির বিভিন্ন থানায় করা ১১টি মামলার মধ্যে চারটি মামলায় আসামি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ।