আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলি হামলায় গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর মধ্যে ইসরায়েল-হামাস যুদ্ধে বাস্তুচ্যুত লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত জাতিসংঘের একটি স্কুল রয়েছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, আল-ফাখুরা স্কুলে শনিবার ভোরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধে বাস্তুচ্যুত লোকজনের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে জাতিসংঘের এই স্কুলটি ব্যাবহার করা হত। পৃথক হামলায় সেখানে আরেকটি ভবনে একই পরিবারের ৩২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৯ জন শিশু রয়েছে।
জাবালিয়া হচ্ছে গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির। ইসরায়েল এবং হামাসের মধ্যে ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বাস্তুচ্যুত অনেক মানুষ এখানে আশ্রয় নিয়েছিল। চলতি মাসের শুরুতেও জাবালিয়াতে হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই সময় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহতের খবর জানানো হয়েছিল।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালালে দেশটির এক হাজার ২০০ মানুষ নিহত হন। হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরাইল। এতে গাজায় এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। যাদের আট হাজার নারী ও শিশু।
আন্তর্জাতিক ডেস্ক 























