Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বন্দুকধারী হামলায় হামলাকারীসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের একটি মানসিক হাসপাতালে বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ ২ জন নিহত হয়েছে। হাসপাতালটিতে অজ্ঞাত এক বন্দুকধারী গুলি ছোড়লে এক নিরাপত্তাকর্মী নিহত হয়। এসময় অপর এক নিরাপত্তাকর্মীর পাল্টা গুলিতে ওই হামলাকারী নিহত হয়।

স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে রাজ্যের রাজধানী কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার স্টেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

হ্যাম্পশায়ার পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই বন্দুকধারী নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে লবিতেই একজনকে গুলি করে। তখনহাসপাতালে নিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা ওই বন্দুকধারীকে ‘তাৎক্ষণিক গুলি’ করেন। এতে হামলাকারী নিহত হয়। তবে ওই কর্মকর্তার কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে তারা।

হ্যাম্পশায়ার পুলিশ কর্নেল মার্ক হল বলেছেন, নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে লবিতেই একজন প্রহরীকে গুলি করেন সন্দেহভাজন ওই বন্দুকধারী। এ সময় হাসপাতালে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য ওই তাকে পাল্টা গুলি করেন। এতে বন্দুকধারী নিহত হন।

পরে একটি সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, তদন্তকারীরা এখনও হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করছেন। এ ঘটনায় সাধারণ জনগণের ভীত হওয়ার কোনো কারণ নেই।

নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নিহত নিরাপত্তা প্রহরী ছিলেন ব্র্যাডলি হাস। নিউ হ্যাম্পশায়ারের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কমিশনার লরি ওয়েভার বলেছেন, হাসপাতালের সকল রোগী ও কর্মীরা নিরাপদ আছেন।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বন্দুকধারী হামলায় হামলাকারীসহ নিহত ২

প্রকাশের সময় : ১২:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের একটি মানসিক হাসপাতালে বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ ২ জন নিহত হয়েছে। হাসপাতালটিতে অজ্ঞাত এক বন্দুকধারী গুলি ছোড়লে এক নিরাপত্তাকর্মী নিহত হয়। এসময় অপর এক নিরাপত্তাকর্মীর পাল্টা গুলিতে ওই হামলাকারী নিহত হয়।

স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে রাজ্যের রাজধানী কনকর্ডের নিউ হ্যাম্পশায়ার স্টেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

হ্যাম্পশায়ার পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই বন্দুকধারী নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে লবিতেই একজনকে গুলি করে। তখনহাসপাতালে নিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা ওই বন্দুকধারীকে ‘তাৎক্ষণিক গুলি’ করেন। এতে হামলাকারী নিহত হয়। তবে ওই কর্মকর্তার কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে তারা।

হ্যাম্পশায়ার পুলিশ কর্নেল মার্ক হল বলেছেন, নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে লবিতেই একজন প্রহরীকে গুলি করেন সন্দেহভাজন ওই বন্দুকধারী। এ সময় হাসপাতালে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য ওই তাকে পাল্টা গুলি করেন। এতে বন্দুকধারী নিহত হন।

পরে একটি সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, তদন্তকারীরা এখনও হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করছেন। এ ঘটনায় সাধারণ জনগণের ভীত হওয়ার কোনো কারণ নেই।

নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নিহত নিরাপত্তা প্রহরী ছিলেন ব্র্যাডলি হাস। নিউ হ্যাম্পশায়ারের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কমিশনার লরি ওয়েভার বলেছেন, হাসপাতালের সকল রোগী ও কর্মীরা নিরাপদ আছেন।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কয়েকটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন।