Dhaka সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে দেয়ালচাপায় একই পরিবারের ৪ জন নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : 

কক্সবাজারের টেকনাফে বসতঘরের দেওয়াল ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের মৗলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনার পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পানিরছড়া এলাকার ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)।

দেয়াল ধসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মরিচ্যাঘোনায় ফকির আহমেদের মাটির তৈরি ঘরের মাটির দেয়াল চাপা পড়ে তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে- মোট চারজন নিহত হয়েছেন। বৃষ্টি চলতে থাকায় দুর্ঘটনাস্থলে যাওয়ার রাস্তা কর্দমাক্ত রয়েছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক নুর মোহাম্মদ আশিক বলেন, দরিদ্র পরিবার হিসেবে ফকির মোহাম্মদ তার মাথাগোঁজার ঠাঁই হিসেবে ঝুপড়ি ঘরটি মাটির দেয়াল তুলছিল। ওপরে পলিথিন দিয়ে নির্মাণাধীন ঘরের মাঝখানে রাত্রিযাপন করতেন পরিবারের সবাই। চারপাশের দেয়াল প্রায় উঠে গিয়েছিল। এরই মাঝে বুধবার রাত হতে বৃহস্পতিবার সারাদিন এবং রাতেও টানা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে মাটির দেয়াল হয়তো আবারও কাঁচা হয়ে যায়। অনেকে বলছেন রাতে হালকা ভূমিকম্পও হয়েছে। এ সময় হয়তো মাটির দেয়াল ধসে ঘুমন্ত মা-মেয়ে ও ছেলে চাপা পড়ে। ফজরের আজানের পর বিষয়টি সবার নজরে আসে।

মেম্বার বশির আহমদ বলেন, ঘটনা জানার পর আশপাশের লোকজন এগিয়ে এসে নিহতদের মাটিচাপা থেকে উদ্ধারের কাজ শুরু করেন।সবাইকে বের করা গেলেও তারা ঘটনাস্থলে মারা যান।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, পাহাড়ের খন্ড এসে বাড়ির পাশে পড়লে দেয়াল ধসে মাটি চাপায় হ্নীলায় একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের প্রশাসনিক সহযোগিতা দেয়া হবে।

আবহাওয়া

সারাদেশের সব পোশাক কারখানা ৫ আগস্ট বন্ধ

টেকনাফে দেয়ালচাপায় একই পরিবারের ৪ জন নিহত

প্রকাশের সময় : ১২:৫৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : 

কক্সবাজারের টেকনাফে বসতঘরের দেওয়াল ধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের মৗলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনার পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পানিরছড়া এলাকার ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)।

দেয়াল ধসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মরিচ্যাঘোনায় ফকির আহমেদের মাটির তৈরি ঘরের মাটির দেয়াল চাপা পড়ে তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে- মোট চারজন নিহত হয়েছেন। বৃষ্টি চলতে থাকায় দুর্ঘটনাস্থলে যাওয়ার রাস্তা কর্দমাক্ত রয়েছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক নুর মোহাম্মদ আশিক বলেন, দরিদ্র পরিবার হিসেবে ফকির মোহাম্মদ তার মাথাগোঁজার ঠাঁই হিসেবে ঝুপড়ি ঘরটি মাটির দেয়াল তুলছিল। ওপরে পলিথিন দিয়ে নির্মাণাধীন ঘরের মাঝখানে রাত্রিযাপন করতেন পরিবারের সবাই। চারপাশের দেয়াল প্রায় উঠে গিয়েছিল। এরই মাঝে বুধবার রাত হতে বৃহস্পতিবার সারাদিন এবং রাতেও টানা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে মাটির দেয়াল হয়তো আবারও কাঁচা হয়ে যায়। অনেকে বলছেন রাতে হালকা ভূমিকম্পও হয়েছে। এ সময় হয়তো মাটির দেয়াল ধসে ঘুমন্ত মা-মেয়ে ও ছেলে চাপা পড়ে। ফজরের আজানের পর বিষয়টি সবার নজরে আসে।

মেম্বার বশির আহমদ বলেন, ঘটনা জানার পর আশপাশের লোকজন এগিয়ে এসে নিহতদের মাটিচাপা থেকে উদ্ধারের কাজ শুরু করেন।সবাইকে বের করা গেলেও তারা ঘটনাস্থলে মারা যান।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, পাহাড়ের খন্ড এসে বাড়ির পাশে পড়লে দেয়াল ধসে মাটি চাপায় হ্নীলায় একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের প্রশাসনিক সহযোগিতা দেয়া হবে।