Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকে সামনে রেখে বিষবৃক্ষ ডানা মেলেছে : রেলমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ২১২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে নতুন করে বিষবৃক্ষ ডানা মেলেছে। যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তারা সাধারণ ক্ষমার অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতিও করেছে। তারাই এখন আবার ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে একত্রিত হয়েছে। এ দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটি এ সামিট আয়োজন করে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার দেশের ঘরে ঘরে তথ্যপ্রযুক্তি পৌঁছে দিয়েছে। আমরা ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এবারে আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে সামিটে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি খায়রুল হুদা চপল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন প্রমুখ। আয়োজক সংগঠনের সভাপতি খালেদ মোশারফ চৌধুরী রানার সমন্বয়ে সামিট সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে অদপস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে : নাহিদ ইসলাম

নির্বাচনকে সামনে রেখে বিষবৃক্ষ ডানা মেলেছে : রেলমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে নতুন করে বিষবৃক্ষ ডানা মেলেছে। যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তারা সাধারণ ক্ষমার অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতিও করেছে। তারাই এখন আবার ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে একত্রিত হয়েছে। এ দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটি এ সামিট আয়োজন করে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার দেশের ঘরে ঘরে তথ্যপ্রযুক্তি পৌঁছে দিয়েছে। আমরা ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এবারে আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে সামিটে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি খায়রুল হুদা চপল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন প্রমুখ। আয়োজক সংগঠনের সভাপতি খালেদ মোশারফ চৌধুরী রানার সমন্বয়ে সামিট সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।