সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় স্বস্থি বোধ করে না তাই তারা নির্বাচনে আসতে চায় না। তারা অন্য পথে ক্ষমতায় আসতে চায়। তাই তফশিল প্রত্যাখান করেছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে তফসিল উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, বিএনপি তফসিল প্রত্যাখ্যান করবে সেটা আমরা আগেই বলেছি। তারা চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে অবৈধভাবে সরিয়ে ক্ষমতা দখল করতে। নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি স্বস্তিবোধ করে না।
মন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের কথা আমরা শুনবো। তবে নির্বাচন কীভাবে হবে সে বিষয়টি পরিষ্কার করে আইন আছে। বাংলাদেশে আইন অনুযায়ী নির্বাচন হবে।
দল বিবেচনা করলে নির্বাচনে অংশগ্রহণ করবেন জানিয়ে এম এ মান্নান বলেছেন, দলে কোন্দল, গ্রুপিং থাকতে পারে। নির্বাচনী হাওয়া শুরু হয়ে গেছে, মনোনয়নও ঘোষণা হয়ে যাবে। মনোনয়ন ঘোষণার পর এমনভাবে জোয়ার আসবে ওই গ্রুপিং-কোন্দল ভেসে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে তাড়িয়ে বিএনপি অন্যভাবে ক্ষমতায় আসতে চায় মন্তব্য করে তিনি বলেন, বিএনপি তপশিল প্রত্যাখ্যান করবে তা আগেই বলেছিল। নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি স্বস্তিবোধ করে না। এটা তো নতুন কোনো বিষয় নয়। নির্বাচন অবশ্যই সময় মতো হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।
নিজেকে ভাটি এলাকার মানুষ উল্লেখ করে তিনি বলেন, আমার অগ্রাধিকার মানুষের জন্য কাজ করা। সড়ক, সেতু, স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো আমাদের প্রয়োজন।
‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন তপশিলকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবেন’- এ বিষয়ে পরিকল্পনামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এত দূর যাওয়ার দরকার কী, পাশেই তো বুড়িগঙ্গা রয়েছে। কাগজ ভাসাবার জন্য তো বঙ্গোপসাগর লাগে না। এক টুকরো কাগজ বাড়ির পুকুরেও ফেলা যায়, এগুলো কথার কথা।
যুক্তরাষ্ট্রের চিঠি দেওয়ার বিষয়ে মন্ত্রী আরও বলেন, নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন দেশ আমাদের চিঠি দিতেই পারে, সেই চিঠি আমরা পড়বো এবং দলের শীর্ষ নেতারা চিঠির জবাব দেবেন। তবে নির্বাচন সঠিক সময়ের মধ্যে হবে এতে কোনো সন্দেহ নেই। চিঠির বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিবেন।
সংলাপের কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, এ বিষষটি আমি বুঝতে পারছি না। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী। আমার দলেরর প্রধান প্রধানমন্ত্রী, সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্যরা আছেন, তারা নির্ধারণ করবেন।
এরপর পাগলা বাজারে নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে অংশ নেন পরিকল্পনা মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ আরও অনেকে।